East Bengal: লাল-হলুদ জার্সি ছাড়তে চলেছেন তারকা ফুটবলার

East Bengal football club players celebrating a goal

ইস্টবেঙ্গলের (East Bengal) গুরুত্বপূর্ণ ফুটবলার নাওরেম মহেশ সিং দল পরিবর্তন করতে চলেছেন, এমনটাই শোনা যাচ্ছে। ইস্টবেঙ্গলের সাম্প্রতিক তম পারফরম্যান্স একেবারেই ভালো নয়। কোন ম‍্যাচে ভালো পারফরম্যান্স তো কোনও ম‍্যাচে খারাপ।

ইতিমধ্যে টপ সিক্সের দৌড় থেকে ছিটকে গিয়েছে লাল হলুদ ক্লাব। দলের উপর আস্থা হারিয়েছে বেশ কয়েকটি ফুটবলার, এমনটাই শোনা যাচ্ছে। তবে বেশ কিছু ফুটবলারের সাথে চুক্তি করে ফেলেছে ইস্টবেঙ্গল। একটা দীর্ঘ মেয়াদী চুক্তি করেছেন লালচুননুঙ্গা।

   

এছাড়া আরো দুই ফুটবলারের চুক্তির মেয়াদ বাড়াতে চাইছে এই ক্লাব। একজন জেরি এবং অন‍্যজন নাওরেম মহেশ সিং। নাওরেম মাহেশের সাথে ক্লাব চুক্তি বাড়ানোর চেষ্টা করলেও, তিনি এখনও এবিষয় কোনও আগ্রহ দেখাননি। শোনা যাচ্ছে তার সাথে যতদিন চুক্তি আছে, তার অনেক আগেই ক্লাব ছাড়তে পারেন নাওরেম।

এরমধ্যে একাধিক ক্লাব প্রথম সারির ক্লাব মহেশকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এখন দেখার বিষয় শেষ অবধি কোথায় যায় মহেশ, নাকি শেষ অবধি চিন্তা ভাবনা পরিবর্তন করে লাল-হলুদ ক্লাবে থেকে যান তিনি৷ এদিকে ট্রান্সফার ব‍্যানের কারণে নয়া বিদেশির সাথে চুক্তি সারতে পারেননি ইস্টবেঙ্গল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন