HomeSports NewsPJN: কেরালা ম্যাচ ফাইনালের মতো: জুয়ান ফেরান্দো

PJN: কেরালা ম্যাচ ফাইনালের মতো: জুয়ান ফেরান্দো

- Advertisement -

শনিবার, ফর্তোদরা PJN স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান,প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) সবুজ মেরুন ব্রিগেড এফসি গোয়াকে হারিয়ে, ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি’র সাথে যুগ্ম ভাবে ISL লিগ শীর্ষে উঠে এসেছে। এখন টুর্নামেন্টের প্লে অফের টিকিটও কনফার্ম। দ্বিতীয় স্থানে থাকা জুয়ান ফেরান্দোর ছেলেরা কেরালার বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ।

অন্যদিকে, ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স এফসিও তিন পয়েন্ট ঘরে তুলে আনার লক্ষ্য নিয়ে মেরিনার্সদের বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে রয়েছে। এই ম্যাচ নিয়ে ATK মোহনবাগান হেডকোচ জুয়ান ফেরান্দোর সাফ কথা,”কেরালা ব্লাস্টার্স আর আমরা একই জায়গায় রয়েছি।ওদের লিগ জেতার ও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা যথেষ্ট। কাল একটা ফাইনাল ম্যাচের মতো।”

   

প্রসঙ্গত,প্রথম ম্যাচে ATK মোহনবাগানের বিরুদ্ধে হার দিয়েই শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স এফসি। এরপরে দুই দলেই অনেক কিছুর বদল ঘটেছে। মেরিনার্স ক্যাম্পের কোচ বদলেছে, চলতি ISL টুর্নামেন্টে কেরালার পারফরম্যান্সে উন্নতি এসেছে। এই প্রসঙ্গে ইভান ভুকোমানোভিচের বক্তব্য ,”প্রথম ম্যাচে যে হেরেছিলাম ওদের কাছে, আমার কাছে সেটা যেন দু’বছর আগের ঘটনা। এখন অনেক কিছু পাল্টে গিয়েছে, আমরা এখন অনেক ভাল খেলছি। আমাদের মধ্যে লড়াকু মনোভাব এসেছে।” 

ভুকোমানোভিচের কথায়,”প্রতি ম্যাচে তিন পয়েন্টের জন্য আমরা লড়াই করছি। কাল আশা করি, একটা ভাল লড়াই হবে। আমরা শুধু প্রস্তুত নই, উজ্জীবিতও।” 

ATK মোহনবাগান দল নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি হেডকোচ ইভান ভুকোমানোভিচের প্রতিক্রিয়া, “একটা ভাল দলের বিরুদ্ধে খেলে আমরা প্রমাণ করতে চাই যে, সত্যিই সেরা চারে থাকার মতো দল আমরা। প্রতি ম্যাচেই যে দল ভাল খেলে, তারাই যেতে। আমরা সেই ভাল খেলা দল হতে চাই।”সব মিলিয়ে আগামীকাল ম্যাচের ভিশন ক্লিয়ার দুই দলের কাছে “মরো নয়তো মারো।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular