প্রশ্নের মুখে ফরাসি মিডফিল্ডারের ভবিষ্যৎ! কবে ফিরবেন আবার লাল-হলুদ জার্সিতে?

East Bengal FC footballer Madih Talal & Dimitrios Diamantakos share secret

আইএসএল-এএফসি চ্যালেঞ্জ কাপ এখন অতীত। ইস্টবেঙ্গল (East Bengal FC) বাহিনীর নয়া পদক্ষেপ এবার সুপার কাপ। চোট এবং কার্ড সমস্যায় জর্জরিত হয়ে ইস্টবেঙ্গল তার আইএসএল মরসুম শেষ করেছে। বর্তমানে দলের খেলোয়াড়রা ছুটি কাটাচ্ছে। তবে মহেশ, জিকসন এখন শিলং পাড়ি দিয়েছেন। এখন চিন্তায় বিষয় দলের পরবর্তী প্রস্তুতি কি হবে?

অন্যদিকে দলের ভরসা যোগ্য খেলোয়াড় মাদিহ তালাল (Madih Talal) এখনো চোট থেকে বেরোতে পারেননি। আইএসএল চলাকালীন ওডিশা এফসির বিরুদ্ধে চোট পান তিনি। বেরিয়ে যান মাঠ ছেড়ে। এরপর টেস্ট করলে জানা যায় হাটুতে চোট পেয়েছেন তিনি। এবং পুরো মরসুর মাঠের বাইরে থাকতে হয় তাকে। এএফসি ম্যাচেও থাকতে পারেননি তিনি। তবে দলকে নিজের সোশ্যাল মিডিয়া সাইটে শুভেচ্ছা জানিয়েছেন। তাই এই মুহূর্তের বড় চিন্তার খবর কবে থেকে আবার লাল-হলুদ জার্সিতে দেখা যাবে এই ফরাসি মিডফিল্ডারকে?

   

লাল-হলুদ সমর্থকরা অবশ্য তালালের পাশে রয়েছেন। ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে তার নাম টিফো নামান। জানান দেন সমর্থকরা তার পাশে আছে। তিনি যেন আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরেন।

তবে যদি তাকে আবার না পাওয়া যায় তাহলে তার জায়গায় কাকে দেখা যাবে? রিচার্ড সেলিস নাকি অন্য কেউ? প্রশ্ন সেই দিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন