#indvpak: শাহিন ঝড়ে কবলে পড়ে ভারতের ব্যাটিং’এ বিরাট ব্যর্থতা

india-pakistan-match

Sports Desk: টসে জিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বোলিং’র সিদ্ধান্ত কাজে দিল। বাহাতি ফাস্ট মিডিয়াম পেসার শাহিন আফ্রিদি ৪ ওভারব ৩১ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট, বলা ভালো ভারতের কোমড় দুমড়ে মুচড়ে দিলেন।

Advertisements

india-pakistan

Advertisements

ভারতের দুই ওপেনার কে এল রাহুল, রোহিত শর্মা আর ক্যাপ্টেন বিরাট কোহলির উইকেট শিকারি শাহিন আফ্রিদি। ‘হিটম্যান’ রোহিত শর্মা রানের খাতা না খুলে এলবিডব্লু, কেএল রাহুল বোল্ড আউট (৩) বিরাট কোহলি ৪৯ বলে ৫৭ রান শাহিন আফ্রিদির টার্গেট ক্লিয়ার। সূর্যকুমার যাদব(১১) ঋষভ পহ্ন(৩৯) রবীন্দ্র জাডেজা (১৩) হার্দিক পান্ডিয়া (১১) ভুবনেশ্বর কুমার ৫ রান এবং মহম্মদ শামি রানের খাতা খোলেননি কোন বল খেলতে না পারায়, ভুবি আর শামি দুজনেই অপরাজিত ছিলেন।২০ ওভারে ভারত পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ টি-২০ বিশ্বকাপের নক আউটে ৭ উইকেটে ১৫১ রান তুলেছে। শাহিন আফ্রিকা ৩,হাসান আলি ২, শাদাব খান ও হারিস রউফ ১ টি উইকেট পেয়েছে।