মোহনবাগানের প্রশংসায় পঞ্চমুখ থাংবোই সিংটো, কী বলছেন?

কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। তারপরেই গাছিবাউলি স্টেডিয়ামে আইএসএলের (ISL) পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হায়দরাবাদ…

Thangboi Shinto on Mohun Bagan SG

কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। তারপরেই গাছিবাউলি স্টেডিয়ামে আইএসএলের (ISL) পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। শেষ দুইটি ডার্বি জেতার ছন্দ বজায় রেখেই এই ম্যাচ জিততে চাইবে সবুজ-মেরুন ব্রিগেড। অপরদিকে গত ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করার পর নিজেদের ঘরের মাঠে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে নিজামের শহরের এই ফুটবল ক্লাবের।

ভারত বনাম ম্যালেশিয়ার বন্ধুত্বপূর্ণ ম্যাচ কবে, কোথায় জানুন বিস্তারিত

   

তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন হায়দরাবাদ কোচ থাংবোই সিংটো। তাই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট সাবধানী থাকতে দেখা যায় এই ভারতীয় কোচকে। তিনি বলেন, ” মোহনবাগান সুপার জায়ান্ট এই টুর্নামেন্টের সেরা দল গুলির একটি। তবে আমাদের ও একটি ভালো স্কোয়াড রয়েছে। আমাদের দলের বেঞ্চে থাকা ফুটবলাররা ও প্রথম থেকে শুরু করার ক্ষমতা রাখে। তাছাড়া গত ম্যাচে আমাদের দলের যে পারফরম্যান্স থেকেছে তা যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের শক্তিশালী করে তুলবে।”

উল্লেখ্য গত কয়েক মরসুম থেকেই একাধিক সমস্যায় জর্জরিত ছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। যারফলে দল ছাড়তে হয়েছিল একের পর এক দাপুটে ফুটবলারকে। এই পরিস্থিতিতে তাঁদের আইএসএল খেলা নিয়ে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে পরবর্তীতে নয়া লগ্নিকারী সংস্থার হাতে দলের দায়িত্ব আসার পর থেকেই সুদিন ফেরে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। তারপর গতবারের মতো আবার সিংটোর উপরেই ভরসা রাখে ম্যানেজমেন্ট।

সুদীপ-শুভমের জুটিতেই রঞ্জিতে কেরালার বিরুদ্ধে ড্র করল বাংলা

তাঁর নিৰ্দেশ মতোই শেষ বেলায় দল ঘর গোছায় হায়দরাবাদ। যার প্রভাব পড়তে শুরু করে দলের খেলায়। তবে গত ম্যাচে সকলকে চমকে দিয়ে মহামেডান দলকে পরাজিত করে স্টিফান সেপিচরা। সেই আত্মবিশ্বাস নিয়েই বাগান বধ করতে চাইবেন সিংটো।