T20 world cup: বিশ ওভারের বিশ্বকাপে জঙ্গি হামলার আশঙ্কা, হুমকি দিল পড়শী দেশ।

হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে বিশ ওভারের বিশ্বকাপ।কিন্তু সেই বিশ ওভারের বিশ্বকাপ শুরু হওয়ার মুখেই ছুটে এল অশনিসংকেত। টি টোয়েন্টি বিশ্বকাপে…

হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে বিশ ওভারের বিশ্বকাপ।কিন্তু সেই বিশ ওভারের বিশ্বকাপ শুরু হওয়ার মুখেই ছুটে এল অশনিসংকেত। টি টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে জঙ্গি হামলার ছক! ২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ়ের পাশাপাশি আমেরিকাতেও হবে প্রতিযোগিতা। এই প্রথম কোনও বিশ্বকাপে ২০টি দেশ খেলবে। কিন্তু এই খুশির খবরের মাঝেই ভেসে এলো বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন জঙ্গি হামলার হুমকি। এই খবর সমানে আসার পর থেকে নড়েছড়ে বসেছে সব দেশেরই ক্রিকেট মহল।

একটি ওয়েবসাইটে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে, উত্তর পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন ‘প্রো-ইসলামিক স্টেট এই হুমকি দিয়েছে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে তারা দাবি করেছে যে বিশ্বকাপ চলাকালীন নাশকতা হবে। কিন্তু এই নাশকতা কেন হবে সেই বিষয়ে তারা কিছু জানায়নি। তবে সে সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে সেই সংবাদমাধ্যমটিও ইসলামিক স্টেট চালায় বলে জানা গিয়েছে। ওই ওয়েবসাইট থেকে আরও জানা গিয়েছে যে, ক্রিকেট মাঠে নাশকতার বেশ কিছু ভিডিও ক্লিপিং দেখানো হয়েছে।

   

Advertisements

এই ঘটনা সমানে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে আয়োজক দেশ।  সে দেশের ক্রিকেটের সিইও জনি গ্রেভস একটি ক্রীড়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। আইসিসি, আয়োজক দেশ ও শহরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা। টিম হোটেল ও স্টেডিয়ামে কড়া নিরাপত্তা থাকবে। সব দেশের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের সুরক্ষিত রাখাই তাদের প্রধান লক্ষ্য। বিশ ওভারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের, ৫ জুন। এই খেলা হবে নিউ ইয়র্কের।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News