T20 World Cup 2024: বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার জন্য বড় খবর, ধারেকাছে নেই কোনো দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলের ক্রম তালিকা শীর্ষস্থান দখল করেছে টিম ইন্ডিয়া (Team India)। ভারতের খাতায় ২৬৪ রেটিং পয়েন্ট…

team India t20 ICC ranking

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলের ক্রম তালিকা শীর্ষস্থান দখল করেছে টিম ইন্ডিয়া (Team India)। ভারতের খাতায় ২৬৪ রেটিং পয়েন্ট রয়েছে। একই সঙ্গে দু’বার শিরোপা দখল করা ওয়েস্ট ইন্ডিজ উঠে এসেছে চতুর্থ স্থানে।

T20 World Cup 2024: বিশ্বকাপ শুরু হওয়ার আগেই রোহিতের হাতে পুরস্কার তুলে দিল ICC!

   

২৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা নেমে গেছে সপ্তম স্থানে। ২৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা উভয়েরই পয়েন্ট ২৪৪। দশমিক হিসাবে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে পাকিস্তান। ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে টুর্নামেন্টে অভিষেকের আগে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা।

৫ জুন নিউ ইয়র্ক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত তাদের অভিযান শুরু করবে। আগামী ৯ জুন ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ব্লকবাস্টার ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১২ জুন ‘এ’ গ্রুপে তারা খেলবে টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে। টুর্নামেন্টে ভারতের লক্ষ্য থাকবে আইসিসি ট্রফি খরা ঘোচানো।

আইপিএল কাঁপানো ৪ ক্রিকেটারকে দেখা যাবে না টি২০ বিশ্বকাপে

২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে ভারত ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ ও ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২১ ও ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও আইসিসি ট্রফি জিততে পারেনি।