IND vs SL: টেস্ট চ্যাম্পি়নশিপের দৌড়ে একধাপ এগোল ভারত

IND vs SL: ধারাবাহিক সাফল্য পাচ্ছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও ছুটছে বিজয় রথ। যার ফল মিলল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের (World Test Championship) ক্রম…

IND vs SL: ধারাবাহিক সাফল্য পাচ্ছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও ছুটছে বিজয় রথ। যার ফল মিলল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের (World Test Championship) ক্রম তালিকায়। উন্নতি হল টিম ইন্ডিয়ার । 

Advertisements

ঘরের মাঠে পরপর দুটি সিরিজে অপরাজেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ওডিআই এবং ৩-০ ব্যবধানে টি২০ সিরিজ জয় করেছিল ভারত। এরপর সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেও অনুরূপ ফলাফল। টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ (২-০) করেছেন শ্রেয়স আইয়াররা। বেঙ্গালুরুর দিন রাতের ম্যাচে শ্রীলঙ্কা পরাস্ত ২৩৮ রানে। কুড়ি বিশের সিরিজেও একটি ম্যাচও জিততে পারেনি লঙ্কানরা (৩-০)।

   

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে স্বভাবতই ভারতীয় ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি টেস্ট ম্যাচে পরাজয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপ ক্রম তালিকায় নেমে গিয়েছিল টিম ইন্ডিয়া। লঙ্কার বিরুদ্ধে ব্যাক টু ব্যাক জয় অক্সিজেন যুগিয়েছে দলকে। এক ধাপ এগিয়ে ভারত এখন পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে। ১১ ম্যাচ খেলে ভারতের প্রাপ্ত পয়েন্ট ৭৭। ছয়টি ম্যাচে জয়। ড্র এবং পরাজয় যথাক্রমে দুটি এবং তিনটি ম্যাচে। 

IND vs SL

<

p style=”text-align: justify;”>ভারতের আগে রয়েছে তিনটি দল। অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত ভারতই সবথেকে বেশি ম্যাচ খেলেছে।