Yuba Bharati Krirangan: সাপের আতঙ্কে যুবভারতীতে অনুশীলন বন্ধ ভারতীয় দলের

বর্তমানে রাজারহাটে সবর্ভারতীয় ফুটবল ফেডারেশনের জাতীয় উৎকর্ষবৃদ্ধি কেন্দ্রের মাঠে এএফসি কাপের কোয়ালিফায়ার পর্বের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ফুটবল দল। কিন্তু হঠাৎ কেনো যুবভারতীর (Yuba Bharati Krirangan)…

team-india-football

বর্তমানে রাজারহাটে সবর্ভারতীয় ফুটবল ফেডারেশনের জাতীয় উৎকর্ষবৃদ্ধি কেন্দ্রের মাঠে এএফসি কাপের কোয়ালিফায়ার পর্বের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ফুটবল দল। কিন্তু হঠাৎ কেনো যুবভারতীর (Yuba Bharati Krirangan) মাঠ ছেড়ে এই মাঠ’কে বেছে নিলো তারা ? উঠছে সেই প্রশ্ন।

Advertisements

এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম‍্যাচের আগে ভারতের কোচ’কে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন স্টেডিয়াম লাগোয়া মাঠ গুলো’র অবস্থা ভালো না থাকায় তারা এই মাঠ বেছে নিয়েছেন।কিন্তু সূত্রের খবর অনুযায়ী সাপের ভয় মাঠ ছেড়েছে সুনীলরা।

   

যুবভারতীতে দুটো প্রাক্টিস মাঠ আছে।গত সোমবার ভারতীয় দল’কে দেওয়া হয়েছিল প্রথম মাঠটি।এই মাঠ জঙ্গলে ঘেরা।বৃষ্টির জেরে সেই জঙ্গল আরও ঘন হয়েছে।গোলপোস্টের পিছনের অংশের জঙ্গল খুবই ঘন,ওইদিন প্রাক্টিসের মাঝে বল ফেন্সিংয়ের ফাঁক দিয়ে জঙ্গলের মধ্যে চলে যাওয়ার আতঙ্কিত হয়ে পড়েন মাঠকর্মী’রা।ভারত কোচ’কে তারা জানান মাঠে প্রচুর সাপ রয়েছে।তাই অন্ধকারে বল খুঁজতে যাওয়াটা ঠিক হবে না।এরপর তরঘড়ি সেখান থেকে পাতাতড়ি গোটান স্টিমাচের ছেলেরা।