Monday, December 8, 2025
HomeSports Newsআইয়ারকে ফিরিয়ে আনছেন গম্ভীর! সঙ্গে আরও একজন, দেখে নিন ভারতের সম্ভাব্য দল

আইয়ারকে ফিরিয়ে আনছেন গম্ভীর! সঙ্গে আরও একজন, দেখে নিন ভারতের সম্ভাব্য দল

- Advertisement -

এবার শ্রীলঙ্কার (IND vs SL) সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে শ্রীলঙ্কা সফরে যেতে হবে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই সফর থেকে কোচ হিসেবে তাঁর মেয়াদ শুরু করতে চলেছেন। এই সফরে দুই সিরিজেই দেখা যাবে টিম ইন্ডিয়ার দুই ভিন্ন অধিনায়ককে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) খুব শিগগিরই এই সফরের ব্যাপারে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করতে পারে। এই সফরে টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন অনেক ক্রিকেটারই। শ্রীলঙ্কা সফরে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার ও তিলক ভার্মা। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকায় টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার।

সচিনের থেকেও ভাল ব্যাটসম্যান হতে পারতেন কার্ল হুপার: লারা

   

এরপর আইয়ারের অধিনায়কত্বে আইপিএল ২০২৪ খেতাব জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে গৌতম গম্ভীর নতুন হেড কোচ হওয়ার পর আইয়ারের ফেরা নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এছাড়া এই সফর থেকে টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন তিলক ভার্মাও।

সম্ভাব্য ওয়ানডে দল

কেএল রাহুল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, তিলক ভার্মা, কুলদীপ যাদব, শিবম দুবে, রিঙ্কু সিং, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, মুকেশ কুমার।

বাড়িতে ঢুকে স্ত্রী-সন্তানের সামনে প্রাক্তন ক্রিকেটারকে গুলি করে হত্যা

সম্ভাব্য টি-টোয়েন্টি দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), তিলক ভার্মা/অভিষেক শর্মা/রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিং, শিবম দুবে, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, খলিল আহমেদ, আবেশ খান, মুকেশ কুমার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular