এশিয়া কাপ চলছে। এরই মধ্যে আসন্ন বিশ্বকাপের (World Cup) জন্য স্কোয়াড (Team Bharat) ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক বোর্ড BCCI। মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রত্যাশা মতো বিশ্ব কাপের দলে বেশিরভাগ বড় নাম রয়েছে। সেই সঙ্গে রয়েছে প্রচুর ফাঁকফোকর। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াডের দুর্বলতা কোথায় কোথায়, সেটাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
• অফ ফর্মে ভারতের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা
মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব। এছাড়াও ঈশান কিষাণও মিডল অর্ডারে খেলবেন বলে আশা করা হচ্ছে। কাগজে কলমে এই সব খেলোয়াড়কে শক্তিশালী মনে হলেও বর্তমানে তাদের বেশির ভাগই প্রত্যাশা পূরণের ধারেকাছে নেই। সূর্য ২৬টি ওয়ানডে খেলেছেন কিন্তু গড় ২৫ রানেও কম। আইয়ারের গড় ৪০-এর উপরে, তবে দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফিরছেন। লোকেশ রাহুলও চোট থেকে সেরে উঠছেন এবং এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে খেলানো হয়নি তাকে। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ইশান কিষাণ অবশ্য ৮২ রানের ইনিংস খেলেছিলেন। তবে মিডল অর্ডারে তার অভিজ্ঞতা খুব কম।
• স্কোয়াডে নেই বাঁ-হাতি পেস বোলার
ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। তখন টিম ইন্ডিয়ার ইরফান পাঠান ও জাহির খানের মতো দুর্দান্ত বাঁ-হাতি পেসার ছিল। ভারতের বর্তমান বিশ্বকাপ দলে একজনও বাঁ-হাতি পেসার নেই।
• স্কোয়াডে নেই কোনো অফ স্পিনার
বাঁ-হাতি ব্যাটসম্যানকে ধোঁকা দিতে অফ স্পিনারের ব্যবহার প্রায়শই দেখা যায়। কিন্তু ভারতের বিশ্বকাপ স্কোয়াডে নেই একজনও অফ স্পিনার। এছাড়াও আধুনিক ক্রিকেটে অফ লেগ স্পিনারের (ডান হাতের লেগ ব্রেক বোলার) ভূমিকা অনেকটা বেড়েছে। তবে ভারতীয় দলে নেই কোনো লেগ স্পিনার। কুলদীপ যাদব অবশ্যই একজন রিস্ট স্পিনার, তবে তিনি একজন বাঁ-হাতি রিস্ট স্পিনার
• দুর্বল লোয়ার অর্ডার
৯ নম্বর থেকে ১১ নম্বর পজিশনের জন্য কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের মতো বিকল্প রয়েছে ভারতের কাছে। এনারা সবাই বোলার হিসেবে অসাধারণ। কিন্তু প্রয়োজনের সময় রান করার ব্যাপারে খুব একটা ভরসা করা যায় না। উক্ত ক্রিকেটারদের কারোই ভালো ব্যাটিং রেকর্ড নেই।