HomeSports Newsকলকাতা টাটা ম্যরাথনে নেতৃত্ব দেবেন প্রেরণাদায়ক পেসাররা!

কলকাতা টাটা ম্যরাথনে নেতৃত্ব দেবেন প্রেরণাদায়ক পেসাররা!

- Advertisement -

বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল ২৫কে ম্যারাথন টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে (Tata Steel World 25K) কলকাতা, এবার তার এক দশক উদযাপন করতে চলেছে। ২১ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিতব্য এই মাইলফলক সংস্করণে ২২ জন অনুপ্রেরণাদায়ক পেসার দৌড়ের রিদম ও গতি নির্ধারণ করবেন, প্রত্যেকে তাদের নিজস্ব গল্পে অনুপ্রেরণা যোগ করবেন।

এই বছর পেসারদের দল যেমন বৈচিত্র্যময়, তেমনি অনুপ্রেরণামূলকও। সীমান্তের পারে দেশসেবায় নিয়োজিত প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি এমন নারীরাও রয়েছেন যারা ব্যক্তিগত লড়াই পার করে দৌড়ের প্রতি তাদের ভালোবাসা তৈরি করেছেন। এছাড়া চাকরিজীবী ও উদ্যোক্তাদেরও দেখা যাবে, যারা পেশাগত ব্যস্ততার মধ্যেই ফিটনেস ও দৌড়ের প্রতি তাদের নিবেদিত মনোভাব প্রকাশ করছেন। এই পেসাররা #DecadeOfDifference সত্যিকারের প্রতীক। একইসঙ্গে আসরের মূলমন্ত্র।

১০কে ক্যাটাগরিতে নেতৃত্ব দেবেন রোশনি গুহাঠাকুরতা, যিনি জন্মের সময়ই দু’পায়ে ক্লাবফুট নিয়ে জন্মেছিলেন। বহু শল্যচিকিৎসার পরও হাঁটতে অসুবিধা হতো। আজ তিনি CESC ডেপুটি ম্যানেজার ও ৮ বছরের সন্তানের মা, একজন সফল ম্যারাথন ও আলট্রা রানার। তিনি ৮৫ মিনিটের গ্রুপ কে নেতৃত্ব দেবেন।

   

এছাড়াও উদ্যোক্তা ও চন্দ্রগণী ফাউন্ডারের চন্দা আহুজা, দুই সন্তানের মা, ৭৫ মিনিটের গ্রুপ পরিচালনা করবেন। চক্ষু বিশেষজ্ঞ ও নিবেদিত রানার ডা. শশ্বতী বিশ্বাস ৬০ মিনিটের গ্রুপ নেতৃত্ব দেবেন।

২৫কে ক্যাটাগরির মধ্যে কলকাতার মনপ্রীত সিং, দ্রুততম পেসার। নতুন দিল্লির কার্তিকায় পাণ্ডে, যিনি কোভিডের সময় ৯৫ কেজি থেকে ৭৭ কেজিতে পরিণত হয়েছেন এবং এখন পডিয়াম ফিনিশার। বিশেষভাবে উল্লেখযোগ্য, কলকাতার বাপাই ভট্টাচার্য, কার্গিল যুদ্ধের প্রাক্তন যোদ্ধা ও কমরেডস ম্যারাথনের ব্রোঞ্জ পদক বিজয়ী, ২:৪০ ঘণ্টার গ্রুপ কে দৌড়ের ধারা নির্ধারণে শক্তি যোগ করবেন।

প্রোক্যাম ইন্টারন্যাশনালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক বিবেক সিং বলেন, “পেসিং একটি নিঃস্বার্থ কাজ। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার ১০তম আসরে, আমাদের পেসাররা এই ইভেন্টের প্রাণ ও আত্মাকে প্রতিফলিত করছেন। প্রতিরক্ষা বাহিনী ২৫কে দৌড়ের নেতৃত্ব দিচ্ছে এবং অনুপ্রেরণাদায়ক নারী পেসাররা ১০কে দৌড়কে আলোকিত করছেন, যা সাহস, বৈচিত্র্য ও কমিউনিটি স্পিরিটের চিত্র।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular