Bangladesh: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুমিয়েই পড়েছিলেন তাসকিন! ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন

taskin ahmed slept before India vs Bangladesh

অতিরিক্ত ঘুমের কারণে ভারতের বিপক্ষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট দলের অভিজ্ঞ ফাস্ট বোলার তাসকিন আহমেদ (Taskin Ahmed)। প্রতিবেদনে বলা হয়েছে, টিম ম্যানেজমেন্ট তাসকিনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কারণ তিনি তাঁর ঘরে ঘুমিয়ে ছিলেন। ফলস্বরূপ, ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতিতে টিম বাস ধরতে পারেননি।

Advertisements

Joni Kauko: মোহনবাগানকে নিয়ে কাউকোর পোস্ট, কমেন্ট করলেন তিরি

তাসকিনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় টিম হোটেলে থাকতে বাধ্য হন এক কর্মকর্তা। এমন পরিস্থিতিতে দেরি করে ভেন্যুতে দলের সঙ্গে যোগ দেন তিনি। পরে টিম বাসে না আসার জন্য সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন তাসকিন। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঘুমিয়ে পড়া এবং সময়মতো না ওঠার কারণে ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ।

ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন মাত্র দুই পেসার তানজিম হাসান, সাকিব ও মুস্তাফিজুর রহমান। ক্রিকবাজকে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এটা সত্যি যে তাসকিন পরে দলের সঙ্গে যোগ দিয়েছে। তবে কেন খেলেনি, সেটা কেবল কোচই বলতে পারবেন। আমি জানি না সে পরিকল্পনায় ছিল কি না। এর উত্তর লুকিয়ে আছে প্রধান কোচের (চন্ডিকা হাথুরুসিংহে) কাছে।’

Advertisements

East Bengal: ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকারকে নিয়ে মিলতে পারে বড় আপডেট

এরপর তিনি আরও বলেছেন, ‘সময় মতো উঠতে না পারার জন্য তিনি তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।’ বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশের বিপক্ষে ৫০ রানের বড় জয় পেয়েছিল ভারত। হার্দিক পান্ডিয়া (৫০), রোহিত শর্মা (২৩), বিরাট কোহলি (৩৭), ঋষভ পন্থ (৩৬) এবং শিবম দুবে (৩৪) সকলেই দুর্দান্ত ফর্মে ছিলেন।