Tamim Iqbal: বাংলাদেশ বিশ্বকাপ দল ভারতের পথে, বিস্ফোরক কিছু বলবেন তামিম

চরম গোলযোগ ও বিতর্কিত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতে আসছে। এই বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি দেশটির তথা আন্তর্জাতিক ক্রিকেট তারকা (Tamim Iqbal) তামিম…

চরম গোলযোগ ও বিতর্কিত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতে আসছে। এই বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি দেশটির তথা আন্তর্জাতিক ক্রিকেট তারকা (Tamim Iqbal) তামিম ইকবালের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে তামিম আনফিট। তবে নীরব থাকতে চাননি তামিম। বিশ্বকাপ দলে না ঢুকতে পেরে এবার জানালেন তিনি কিছু বলতে চান। কী বলবেন মারকুটে ব্যাটসম্যান তামিম?

ফেসবুকে তিনি লিখেছেন,‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’ তামিম বিস্ফোরক কোনও অভিযোগ করতে চলেছেন বলেই আন্তর্জাতিক ক্রিকেট মহল ধরে নিচ্ছে। এদিকে তাঁর ভক্তরা বাংলাদেশে শুরু করেছেন বিক্ষোভ। ঢাকা, চট্টগ্রামে বিক্ষোভ প্রবল। চট্টগ্রামেরই বাসিন্দা তামিম। বাংলাদেশ দলকে বারবার জয়ের মুখ দেখিয়েছেন তিনি। সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল তৈরি হওয়ায় বাংলাদেশবাসী স্তম্ভিত। একইসাথে বিশ্ব ক্রিকেট মহলও হতবাক।

দল থেকে বাদ পড়ে তামিম লিখেছেন,‘গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত সমর্থক সবাই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’ 

বিসিবি জানাচ্ছে, বিশ্বকাপ দলে থাকার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু তিনি পুরোপুরি ফিট নন। তাই তামিম ইকবালকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে। জানা গিয়েছে পিঠে চোটের কথা বলে কম ম্যাচ খেলতে চেয়েছিলেন তামিম। এই দাবি মানতে চাননি বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। তিনি বলেন, তামিমের দাবি মানা হলে তিনি দলে থাকবেন না। পরে লাগাতার বৈঠকের পর বিসিবি শেষ পর্যন্ত তামিম ইকবালকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়।

গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেই অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। বিশ্বের অন্যতম মারকুটে ক্রিকেটার হিসেবে তিনি জনপ্রিয়। তাঁর অবসর সিদ্ধান্তে ক্রিকেট মহলে আলোড়ন ফেলেছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অবসর ভেঙে জাতীয় দলে ফের ফিরেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নক্ষত্র তামিম ইকবাল। তাঁকে না নিয়ে ভারতে হতে চলা বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাওয়ার প্রবল বিরোধী সমর্থকরা

বাংলাদেশ জাতীয় দলে আছেন, শাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত (সহ অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ,  নাসুম আহমেদ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।