MS Dhoni: “সে রাতে ধোনি কেঁদেছিল…”, অজানা গল্পের হদিস দিলেন তাহির-ভাজ্জি

চেপকের সাথে ধোনির সম্পর্ক যে কতটা গভীর, তা কাররই অজানা নয়। তবে শুধু চেপক বললে ভুল হবে, এই ভরতের এমন কোনো কোণা হয়তো নেই যেখানে…

MS Dhoni

চেপকের সাথে ধোনির সম্পর্ক যে কতটা গভীর, তা কাররই অজানা নয়। তবে শুধু চেপক বললে ভুল হবে, এই ভরতের এমন কোনো কোণা হয়তো নেই যেখানে এম এস ধোনির (MS Dhoni) ভক্ত পাওয়া যাবে না। দায়িত্ব নিয়ে গ্যালারি হলুদ জার্সিতে ভরানোর অঘোষিত দায়িত্ব নিয়েছিল তারা।
মহেন্দ্র সিংহ ধোনি আবেগের চেয়ে কম কিছু নয়। হার জিতের উর্দ্ধে তিনি।

সিএসকে ভক্তরা বার বার প্রমান করেছে সেটা। আপ্লুত ধোনি বারংবার নিজেকে চেন্নাইয়ের “দত্তক” সন্তানও বলে থাকেন। ৪১ বছর বয়েসে ধুঁকে যাওয়া হাঁটু নিয়েও চার ছয়ের খেলা খেলে চলেছেন। হাঁটুতে হট ব্যাগ বেঁধেও মাঠে হেঁটেছেন, চেষ্টা করেছেন ভালোবাসা ফিরিয়ে দেওয়ার।

কিছুদিন যাবৎ ধোনির অবসর নিয়ে বেশ শোরগোল পড়েছে। না কেউ টের পায়, না নিজে খোলসা করে কিছু বলেন। তবে এর মাঝে এক অন্য ধোনির ছবি তুলে ধরলেন প্রাক্তন সিএসকে স্পিনার হরভজন সিংহ ও পেসার ইমরান তাহির। যে ধোনির মুখ দেখে কিছু বোধা দায়, সে ধোনি নাকি ঘর ভর্তি লোকের মাঝে কেঁদে ফেলেছিলেন। এমনই জানানা ভাজ্জি।

সালটি ২০১৮, চেন্নাই সুপার কিংস ব্যান খেয়ে দু’বছর মাঠের বাইরে থাকার পর মাঠে ফিরেছে। ভাজ্জি বলেন, “একটি গল্প আছে যা আমি একটু বলতে চাই সবাইকে।

২০১৮ সালে, যখন সিএসকে বছর দুইয়ের বছরের নিষেধাজ্ঞার পরে এই লীগে ফিরে এসেছিল তখন একটি টিম ডিনার ছিল। আমরা সবাই নিশ্চয়ই এই কথা শুনেছি যে ‘পুরুষরা কাঁদে না’, কিন্তু এমএস ধোনি সেই রাতে কেঁদেছিলেন। তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। আমি মনে করি এই ঘটনার সম্পর্কে কেউ জানে না।” এর পরেই পাশে বসে থাকা সিএসকে প্রাক্তনী ইমরান তাহিরকেও এই বিষয়ে কিছু বলতে বলেন হরভজন সিংহ।

তাহির বলেন, “এমনকি আমিও সেখানে ছিলাম। সেটা তাঁর (এমএস ধোনি) জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত ছিল। তাঁকে এভাবে দেখে বুঝতে পেরেছিলাম এই দলটি তাঁর হৃদয়ের কতটা কাছের। দলটিকে তিনি নিজের পরিবার মনে করেন। এটা আমাদের সবার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত ছিল। “আমরা দুই বছর পর ফিরে এসে ট্রফি জিতেছিলাম, যখন লোকেরা আমাদের দলকে “বুড়ো”-র তকমা দিয়েছিল। এমনকি আমি সেই মৌসুমে স্কোয়াডে ছিলাম। কিন্তু আমরাই জিতেছিলাম।”

ইমরান তাহির বা হরভজন সিংহ, দুজনের কেউই আর খেলেন না। তবে ধোনি এখনো আছেন, স্বমহিমায়। ব্যাট না তুললেও, গ্লাভস না গলালেও তিনি রয়ে যাবেন।