তাচিকাওয়ার করা গোলে সুপার কাপের ফাইনালে জামশেদপুর

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবসান। এবারের কলিঙ্গ সুপার কাপের ফাইনালে স্থান করে নিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনাল…

Tachikawa Goal Sends Jamshedpur FC Into Super Cup Final

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবসান। এবারের কলিঙ্গ সুপার কাপের ফাইনালে স্থান করে নিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নেমেছিল খালিদ জামিলের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল দেশের ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। দলের হয়ে একটি মাত্র গোল করেন বিদেশি ফুটবলার রেই তাচিকাওয়া। এবার ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে জামশেদপুর। যেখানে এবার তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়া।

বলাবাহুল্য, এবারের ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে ছিটকে যেতে হলেও এই টুর্নামেন্টের প্রথম থেকেই দারুন ছন্দে ছিল জাভিয়ের সিভেরিও টোরোরা। একের পর এক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সহজেই এসেছে জয়। এমনকি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে হুয়ান পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে লড়াই হলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়েছিল আলবিনো গোমসরা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল জলসা সকল ফুটবলারদের। সেই আত্মবিশ্বাস আজ দেখা গিয়েছিল ম্যাচের শুরু থেকেই। প্রথমার্ধে অনবদ্য লড়াই হলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষেই।

   

যারফলে অমীমাংসিত ভাবেই শেষ হয় প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের মুখ খুলতে তৎপর হয়ে ওঠে উভয় দল। কিন্তু আলবিনো গোমসের দক্ষতায় খুব একটা সুবিধা করতে পারেনি মুম্বাই সিটি। তবে ঘন ঘন আক্রমণের পর ৮৭ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তাচিকাওয়া। পরবর্তীতে আরও বেশ কয়েকবার গোলের সুযোগ এসেছিল জামশেদপুরের ফুটবলারদের কাছে। কিন্তু কাজের কাজ করা সম্ভব হয়নি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিট সময় সংযুক্ত করেছিল ম্যাচ রেফারি। তাতে ও বদলায়নি খেলার ফলাফল। শেষ পর্যন্ত একটি গোলেই আসে জয়।

Advertisements

এবার ট্রফি জিতে মরসুম শেষ করতে মরিয়া জামশেদপুর। গত বছর ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে পরাজিত হয়েই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল এই ফুটবল ক্লাব। কিন্তু এবার ট্রফি জিততে বদ্ধপরিকর স্টিফেন এজেরা।