HomeSports Newsফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতেই বোর্ডের চুক্তি থেকে সরে দাঁড়ালেন এই ক্রিকেটার

ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতেই বোর্ডের চুক্তি থেকে সরে দাঁড়ালেন এই ক্রিকেটার

- Advertisement -

সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে তীরে এসেও তরী ডুবেছিল তাঁদের। বরাবরের মতই ‘চোকার্স’ ট্যাগ থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এবার সেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকেই সরে দাঁড়ালেন বাঁ হাতি স্পিনার তাব্রেইজ শামসি। আজ নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করে বিষয়টির ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি। তবে ক্রিকেট থেকে অবসরের ব্যাপারে এখনই বিশেষ ভাবছেন না এই প্রোটিয়া স্পিনার। আপাতত দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের (Cricket South Africa) কেন্দ্রীয় চুক্তি থেকেই সরে এসেছেন তিনি। মূলত ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতেই এমন ‘ বিস্ময়কর’ সিদ্ধান্ত নিতে হয়েছে এই বাঁ হাতি স্পিনারকে।

বিগত কয়েক বছর ধরেই নিজেদের নিয়মকানুনে বেশ খানিকটা পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দলের প্রতিটি খেলোয়াড়দের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে এবং চোট সমস্যায় যাতে তাঁদের কোনোভাবে অসুবিধা না হয় সেই বিষয়টিকে প্রাধান্য দিতেই নতুন নিয়ম প্রচলন করে সিএসএ। তবে এদিন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে এলেও বাঁ হাতি স্পিনারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আজ সকালে এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফ থেকে জানান হয়েছে যে, শামসির সিদ্ধান্তকে বোর্ড সম্মান জানাচ্ছে এবং তাঁরা আশা করছে দক্ষিণ আফ্রিকা দলের প্রতি তিনি তাঁর নিবেদন বজায় রাখবেন। এছাড়াও শামসিকে স্থানীয় দল টাইটানসের হয়েও ভবিষ্যতে খেলে যাওয়ার অনুরোধ করেছে সিএসএ।

   

চুক্তিবদ্ধ তালিকা থেকে সরে এলেও বোর্ডকে ধন্যবাদ জানাতে ভোলেননি প্রোটিয়া স্পিনার । এদিন সিএসএর (Cricket South Africa) টুইটের রিটুইট করে শামসি বলেন,”দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।ঘরোয়া মরশুমে আরও সহজে খেলতে, এবং সর্বোত্তম উপায়ে পরিবারের দেখভাল করতে আমি বদ্ধপরিকর। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। তবে যখনই দরকার পড়বে, দেশের হয়ে খেলতে প্রস্তুত থাকব।”

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিষয়ে মন্তব্য রাখার পর এক বিশেষ সাংবাদিক বৈঠক ডাকেন শামসি। এদিন তিনি বলেন,”দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ এনে দেওয়া সব সময়ই আমার স্বপ্ন। কোনো ফ্র্যাঞ্চাইজি লিগকেই আমার কাছে দেশের হয়ে খেলার চেয়ে গুরুত্বপূর্ণ মনে হবে না। আমার সিদ্ধান্তকে টাইটানসও পুরোপুরি সমর্থন জানিয়েছে। যখনই সুযোগ পাব, আমি টাইটানস স্কোয়াডের অংশ হব। তবে কোচ রব ওয়াল্টার (বর্তমান আফ্রিকান বোলিং কোচ) এবং ডক্টর জ্যক দলকে বিশেষ ধন্যবাদ জানাতে চাইব।”

South Africa: টেস্ট ম্যাচের আগে গোটা দলটাই বদলে নিল দক্ষিণ আফ্রিকা

প্রসঙ্গত উল্লেখ্য যে বিশ্বক্রিকেটে এই ঘটনা খুব একটা নতুন নয়। খেলোয়াড়দের সাথে বোর্ডের (Cricket South Africa) সংঘাত অনেকবারই দেখেছে ক্রিকেট বিশ্ব। বর্তমানে নিউজিল্যান্ড বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেন উইলিয়ামসন। এছাড়াও কিউয়ি ব্যাটার ফিন অ্যালন এবং ডেভন কনওয়েও একই পথের পথিক হয়েছেন। আসলে জাতীয় দলের মধ্যে চুক্তিবদ্ধ থাকলে বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগগুলি সেভাবে খেলার ছাড়পত্র থাকে না ক্রিকেটারদের। এছাড়াও চুক্তিতে অর্থের পরিমাণ অনেকটাই কম থাকে ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনায়। তাই সবকিছুর সামঞ্জস্য বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন শামসি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular