Home Sports News বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ অনিশ্চিত, বিকল্প ভাবছে ICC?

বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ অনিশ্চিত, বিকল্প ভাবছে ICC?

t20-world-cup-security-concern-bangladesh-bcb-icc-meeting

টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 World Cup) সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) মধ্যকার সম্পর্ক যেন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিসিবির অনড় অবস্থান এবং আইসিসির চাপ। দুইয়ের সংঘাতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সটি রীতিমতো তীব্র বিতর্কে রূপ নেয়।

Advertisements

ইউরোপের পথে ভারত? ISL নিয়ে ২১ বছরের নকশা তৈরি দাবি ফেডারেশন সভাপতির

   

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানিয়ে এর আগেই দুই দফায় আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। সেই চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভারত সফরে রাজি নয় বোর্ড। কিন্তু আইসিসির অবস্থান ভিন্ন। টুর্নামেন্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে পরিবর্তন সম্ভব নয়। এই যুক্তি দেখিয়ে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে যাচ্ছে তারা।

মঙ্গলবারের ভার্চুয়াল সভায় বিসিবি তাদের অবস্থান আরও জোরালোভাবে উপস্থাপন করে। বোর্ড কর্মকর্তারা আইসিসির কাছেই পাল্টা প্রশ্ন তোলেন, আইসিসির নিজস্ব ‘ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট’ যখন বলা হয়েছে যে, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা হুমকি থাকতে পারে, তখন কীভাবে সেই ঝুঁকি উপেক্ষা করে দল পাঠানোর কথা বলা হচ্ছে?

সচিনকে টপকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হিসেবে নয়া রেকর্ড কোহলির

সূত্রের খবর অনুযায়ী, ওই অ্যাসেসমেন্টে বিশেষভাবে মস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ রয়েছে। শুধু খেলোয়াড়ই নয়, বাংলাদেশ দলের জার্সি পরে স্টেডিয়ামে যাওয়া দর্শকরাও ঝুঁকির মুখে পড়তে পারেন। এমন আশঙ্কাও নথিতে উঠে এসেছে। এসব তথ্য সামনে এনে বিসিবি স্পষ্ট জানায়, খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবে না তারা।

বিসিবি একাধিকবার প্রস্তাব দিয়েছে, কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য। বোর্ডের আশা, এতে করে টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় থাকবে এবং নিরাপত্তা উদ্বেগও অনেকটাই কমবে। তবে আইসিসির পক্ষ থেকে এখনো এই প্রস্তাবে সবুজ সংকেত পাওয়া যায়নি। বরং সূচি পরিবর্তনের জটিলতা ও আয়োজনের লজিস্টিক সমস্যার কথা তুলে ধরে তারা বিসিবিকে সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানাচ্ছে।

হামিদের পর লাল-হলুদ ছাড়ছেন এই তারকা বিদেশি? আভাস সোশ্যাল মিডিয়ায়

ভিডিও কনফারেন্স শেষে বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও বোর্ডের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাবে বলেও উল্লেখ করা হয়।

তবে আলোচনার ভেতরের চিত্র বলছে ভিন্ন কথা। ‘উত্তপ্ত’ এই বৈঠক আপাতত কোনো সমাধান না এনে বরং সংকটকে আরও প্রকাশ্যে এনেছে। বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তাই কাটছেই না। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আইসিসি ভেন্যু পরিবর্তনের পথে হাঁটে, নাকি নিরাপত্তা প্রশ্নে অনড় থেকে আরও কঠোর অবস্থান নেয় বিসিবি।

Advertisements