T20 World Cup: দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের ফখর জামানের দুরন্ত ব্যাটিং

jafar

Sports desk: টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃ্হস্পতিবার পাকিস্তান মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টসে জিতে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বোলিং’র সিদ্ধান্ত নেয়।

Advertisements

পাকিস্তানের ওপেনিং পেয়ার মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম জুটি দুরন্তভাবে শুরু করে। অজি বোলারদের দাপটের সঙ্গে শাসন করতে থাকে। দুজনের পার্টনারশিপ জমে ওঠে। অন্যদিকে অস্ট্রেলিয়া উইকেটের জন্যে হাপিত্যেশ করছে, এমন সময়ে অধিনায়ক ফিঞ্চ অ্যাডাম জাম্পার হাতে বল তুলে দেয়।

   

জাম্পার হাতে বল আসতেই ম্যাচের মোড় ঘোড়ে এবং ৯.৬ ওভারে পাকিস্তান ৭১ রানে, ঠিক সেই সময়ে বাবর আজম পাক অধিনায়ক ব্যক্তিগত ৩৯ রানের মাথায় আউট হন জাম্পার বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে। অ্যাডাম জাম্পা অজি শিবিরকে প্রথম ব্রেক থ্রু দেয়।

মহম্মদ রিজওয়ান এবং ফখর জামান জুটি পাকিস্তানের ইনিংস গোছানোর কাজে মন দেয়। কিন্তু রিজওয়ান ৬৭ রান করে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফিরে আসে, পাকিস্তান ১৭.২ ওভারে ২ উইকেটে ১৪৩ রান তুলেছে।

Advertisements

ক্রিজে আসেন আসিফ আলি। কিন্তু আসিফ বিশেষ কিছু সুবিধা করতে পারে নি, ১ বল খেলে রানের খাতা না খুলেই আউট হয়ে ফিরে আসে,প্যাট কামিন্সের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে। অভিঞ্জ শোয়েব মালিক পাকিস্তানের অলরাউন্ডার ১ রান করে স্টার্কের বলে বোল্ড আউট হয়, পাকিস্তান ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৬২ রান তুলেছে স্কোরবোর্ডে।

ইতিমধ্যে ফখর জামান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে নিজের অর্ধশতরান করে ফেলে এবং শেষ পর্যন্ত ৫৫ রানে নট আউট থাকে, সঙ্গী মহম্মদ হাফিজ ১ রানে অপরাজিত থেকে। পাকিস্তান ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান তোলে। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ২, কামিন্স এবং জাম্পা ১ টি করে উইকেট নিয়েছে।