বিশ ওভারের বিশ্বকাপের আগে প্রকাশ্যে এলো টিম ইন্ডিয়ার জার্সি। আগামী মাসের ২ জুন থেকে শুরু হতে চলেছে বিশ ওভারের মহারণ। সেই বিশ ওভারের বিশ্বযুদ্ধে কোন পোশাকে দেখা যাবে রোহিত এন্ড কোংকে সেই নিয়ে সমাজ মাধ্যমে বিস্তর জল্পনা চলছিল। অবশেষে ভারতীয় দলের ফ্যানদের অপেক্ষার অবসান ঘটল। কিন্তু এই জার্সি নিয়ে ভারতীয় দলের তরফে কিছু জানানো হয়নি। একটি গ্রুপ থেকে ভারতীয় দলের জার্সির ছবি প্রকাশ করা হয়েছে। এই ঘটনার সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭।
দেখা গিয়েছে এই জার্সি ২০১৯ সালে বিশ্বকাপ জার্সির সঙ্গে কিছুটা হলেও সমতুল্য। সেই নীল এবং গেরুয়ার মেলবন্ধন । অনেকে আবার সমাজমাধ্যমে লিখেছে যে ভোটের মুখে ভারতীয় জার্সিতেও গৈরিকীকরণ? সামনের দিকে নীল রঙের মধ্যে কমলায় লেখা ‘ইন্ডিয়া’। উপরে বিনিয়োগ সংস্থার লোগো। কাঁধ ও হাতের রং গেরুয়া। তার মাঝে তিনটি লম্বা সাদা দাগ। তবে সবচেয়ে আকর্ষণীয় জার্সির কলারের অংশটি। যেখানে ভারতের পতাকার তিনটি রং রয়েছে।
Team India jersey for T20 World Cup 2024#PBKSvCSK #T20WorldCup24 pic.twitter.com/EokA9AHYTF
— TATA IPL 2024 Commentary #IPL2024 (@TATAIPL2024Club) May 5, 2024
অনেক সমর্থকদের প্রশ্ন, এই গেরুয়া রঙ ভারতীয় দলের জন্য শুভ নয়। তাঁদের কাছে ২০১৯ সালে হারের যন্ত্রণা এখনও টাটকা। তার চেয়েও বড় কথা, ২০২৩ সালে ফাইনাল থেকে অস্ট্রেলিয়ার কাছে হেরে আসা অনেকেই এখনও মেনে নিতে পারেননি। এইবার কি রোহিতরা পারবে আবার বিশ্বে সেরা দল হতে ? দেখা যাবে আগামী মাসের শুরুতে।