
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক ফের একবার তীব্র টানাপড়েনের মুখে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ‘নিষিদ্ধ’ করার সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এখন গিয়ে ঠেকেছে বিশ্বকাপের মঞ্চে। প্রশ্ন একটাই, বিশ্বকাপ খেলতে আদৌ কি ভারতে আসবে বাংলাদেশ দল?
এশিয়া কাপের করমর্দন বিতর্ক টেনে ভারতকে ‘হুঙ্কার’ আফ্রিদির
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই একবার আইসিসির কাছে বড় ধাক্কা খেয়েছে। ভারতের মাটিতে ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি জানালেও আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। বাংলাদেশের জন্য সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও ম্যাচ অন্য দেশে সরানোর দাবি মানেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
এরপর কিছুটা নরম সুরে ফিরেছিল বিসিবি। আইসিসির চিঠি পাওয়ার পর আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিতও দিয়েছিলেন বোর্ড কর্তারা। কিন্তু সেই অবস্থান বেশিদিন টেকেনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-সহ শীর্ষ কর্তাদের তলব করেন। বৈঠকের পর কড়া বার্তাই ফের সামনে আসে, কোনও পরিস্থিতিতেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।
বিশ্বকাপের আগে ধাক্কা ভারতের, বদলির তালিকায় এই তিন ক্রিকেটার
বাংলাদেশের তরফে স্পষ্ট করে জানানো হয়, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বভৌম মর্যাদা এবং সামগ্রিক নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না। সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতিও এই অবস্থান বদলাতে পারেনি। এমনকী প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়।
এই অবস্থায় আইসিসির সামনে বড় চ্যালেঞ্জ। একদিকে আয়োজক দেশ ভারত, অন্যদিকে পূর্ণ সদস্য দেশ বাংলাদেশের কঠোর অবস্থান। লিটন দাসদের ভারতে খেলতেই বাধ্য করা হবে? নাকি শ্রীলঙ্কা বা অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর কথা ভাববে আইসিসি?
এখনও পর্যন্ত আইসিসির অবস্থান তুলনামূলক নরম। বাংলাদেশ বোর্ডের সঙ্গে যতবার যোগাযোগ হয়েছে, ততবারই আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার বার্তা দিয়েছে সংস্থা। বিসিসিআই পক্ষ থেকেও প্রকাশ্যে কোনও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়নি।
তবে সূত্রের খবর, এই অনিশ্চয়তা আর দীর্ঘায়িত করতে চাইছে না আইসিসি। দ্রুত বাংলাদেশ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে, বিশ্বকাপের মঞ্চে ভারতে নামবে কি না মুস্তাফিজুর রহমান, লিটন দাসদের দল। বিশ্বক্রিকেটের নজর এখন সেই দিকেই। দু’দিনের মধ্যেই কি কাটবে জল্পনার মেঘ? নাকি আরও ঘনীভূত হবে ভারত-বাংলাদেশ ক্রিকেট দ্বন্দ্ব? সময়ই দেবে উত্তর।










