বিশ্বকাপে ভ্যেনু বদল বাংলাদেশের? ঢাকা সফরে আইসিসির প্রতিনিধি দল

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সূচি ও ভেন্যু নিয়ে জট আরও ঘনীভূত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি থেকে একচুলও সরবে…

t20-world-cup-bangladesh-venue-change-icc-delegation

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সূচি ও ভেন্যু নিয়ে জট আরও ঘনীভূত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি থেকে একচুলও সরবে না তারা। এহেন টানাপড়েনের মাঝেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC) সিদ্ধান্ত নিয়েছে, সরাসরি বাংলাদেশে এসে আলোচনায় বসবে। এই বৈঠকেই কার্যত নির্ধারিত হয়ে যেতে পারে, আসন্ন টি-২০ বিশ্বকাপে লিটন দাসদের অংশগ্রহণের ভবিষ্যৎ।

Advertisements

দেশেই টাইগারদের নিরাপত্তা দিতে ব্যর্থ বোর্ড, ভারতের নিরাপত্তা প্রশ্নে চুপ BCB!

   

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, “শেষ পাওয়া খবর অনুযায়ী, আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে এসে আলোচনা করবে। তবে আমরা আমাদের অবস্থান থেকে একটুও সরছি না। আমরা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাই। ভেন্যু পরিবর্তন অসম্ভব, এই ধারণার সঙ্গে আমরা একমত নই।”

এর আগে বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনায় বসেছিল আইসিসি। কিন্তু সেই বৈঠকেও সমাধানসূত্র মেলেনি। উল্টে আইসিসি জানিয়ে দেয়, ভারতে নিরাপত্তার অভাব রয়েছে। কিন্তু জয় শাহের আইসিসির তরফে জানানো হয়, বাংলাদেশের এমন অভিযোগের কোনও ভিত্তি নেই। তবুও বিশ্বকাপ নিয়ে তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তারা। এর পরের দু’দিনে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে প্রকাশ্য অসন্তোষ ও বিদ্রোহের সুর তুলেছেন একাধিক ক্রিকেটার।

এদিকে ভারত সফর নিয়ে নিরাপত্তা আশঙ্কার কথা তুলে ইতিমধ্যেই দু’বার আইসিসিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে আইসিসির একটি তথাকথিত ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ রিপোর্ট নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ক্রীড়া উপদেষ্টার দাবি, ওই রিপোর্টে নাকি বলা হয়েছে মুস্তাফিজুর রহমান দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এমনকি বাংলাদেশ দলের জার্সি পরেও তাঁর নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। নির্বাচনকালীন পরিস্থিতির প্রভাবের কথাও নাকি সেখানে উল্লেখ ছিল। যদিও আইসিসি সূত্রে এই দাবিগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

সব মিলিয়ে পরিস্থিতি এখন কার্যত মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে। একদিকে আইসিসির দৃঢ় অবস্থান, ভারতে নিরাপত্তা নিয়ে বাড়তি ঝুঁকি নেই। অন্যদিকে বাংলাদেশের সাফ সিদ্ধান্ত, ভেন্যু বদল না হলে বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত। বিসিবি সূত্রে জানা গিয়েছে, আইসিসির প্রতিনিধি দল কবে ঢাকায় আসবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আলোচনা যে চলছে, তা নিশ্চিত।

Advertisements