মুস্তাফিজুর ইস্যুতে BCCI সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ বোর্ড, আসবে না বিশ্বকাপ খেলতে?

t20-world-cup-bangladesh-participation-mustafizur-controversy

ভারতের মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে নতুন করে অনিশ্চয়তার মেঘ ঘনাচ্ছে। কারণ একটাই মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। আইপিএল থেকে হঠাৎ করে বাঁহাতি পেসার মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (BCB)। আর সেই ক্ষোভের রেশ গিয়ে পড়তে পারে টি-২০ বিশ্বকাপেও।

মুস্তাফিজুরের পাশে দাঁড়িয়ে বিসিসিআইকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ

   

বিসিবি সূত্রে জানা যাচ্ছে, মুস্তাফিজুরকে আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের অনুরোধেই। কিন্তু পরে তাঁকে দল থেকে বাদ দেওয়া হলেও সে বিষয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি বাংলাদেশ বোর্ডকে। এই আচরণকেই ‘অসম্মানজনক’ বলে মনে করছে বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল হক বুলবুল বিষয়টি নিয়ে প্রকাশ্যে সংযত মন্তব্য করলেও অসন্তোষ যে গভীর, তা স্পষ্ট। তিনি বলেন, “বিসিসিআই যদি সরকারিভাবে কোনও সিদ্ধান্ত জানায়, তখন আমরা প্রতিক্রিয়া দেব। তবে এটাও ঠিক, ফিজকে আইপিএলে না খেলালে বোর্ডের হাতে বিশেষ কিছু করার নেই।”

ভালো খেলেও হল না জায়গা, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট চমক দিল BCCI

কিন্তু বোর্ডের অন্দরমহলে চিত্রটা একেবারেই আলাদা। বিসিবির একাংশের দাবি, কোনও ক্রিকেটারকে দলে নেওয়ার পর এভাবে ছেঁটে ফেলা শুধু অপেশাদার নয়, অপমানজনকও। তার ওপর রয়েছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। সব মিলিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপে দল পাঠানো হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিরাপত্তা ইস্যুও সামনে আসছে জোরালোভাবে। বিসিবির অন্দরের এক কর্তা প্রশ্ন তুলেছেন, “যদি বিসিসিআই একজন ক্রিকেটারকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারে, তাহলে গোটা বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে?”

এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতেই শনিবার রাতেই জরুরি বৈঠকে বসার কথা বিসিবি কর্তাদের। তবে এই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি কোনও আলোচনা করতে চাইছে না বাংলাদেশ বোর্ড। তাদের যুক্তি, টি-২০ বিশ্বকাপের আয়োজক আইসিসি – বিসিসিআই শুধু আয়োজক দেশ। তাই নিরাপত্তা-সহ সব উদ্বেগ আইসিসিকেই জানানো হবে।

মুস্তাফিজুর নেই, বিকল্প হিসেবে KKR নজরে এই তিন শক্তিশালী পেসার!

উল্লেখযোগ্যভাবে, রাজনৈতিক কারণ দেখিয়ে পাকিস্তান আগেই জানিয়ে দিয়েছে যে তারা ভারতে খেলতে আসবে না। তাদের ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এবার যদি বাংলাদেশও একই পথে হাঁটে, তাহলে ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজন নিয়েই বড় প্রশ্ন উঠে যাবে।

যদিও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আগেই স্পষ্ট করে দিয়েছেন, মুস্তাফিজ ইস্যুর কোনও প্রভাব টি-২০ বিশ্বকাপে পড়বে না। কিন্তু কাগজে-কলমে আশ্বাস আর বাস্তব পরিস্থিতির টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই, ভারতে টি-২০ বিশ্বকাপে সত্যিই কি মাঠে নামবে তাসকিন-মোস্তাফিজদের বাংলাদেশ?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন