বিশ্বকাপ (T20 World Cup) শুরুর আগে আর মাত্র সপ্তাহ দুয়েক। ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড শিবির। চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার অ্যাডাম মিলনে। তাঁর পরিবর্ত হিসেবে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক পেসার কাইল জেমিসনকে।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ SA20-এ সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলতে গিয়ে চোট পান মিলনে। এমআই কেপটাউনের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে তাঁর। পরবর্তী স্ক্যানে চোটের মাত্রা গুরুতর ধরা পড়ায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ৩১ বছর বয়সি এই পেসার। চলতি SA20-তে দুর্দান্ত ফর্মে ছিলেন মিলনে। ৮ ম্যাচে ৭.৬১ ইকনমি রেটে নিয়েছিলেন ১১টি উইকেট। ফলে তাঁর ছিটকে যাওয়া কিউয়ি বোলিং আক্রমণে বড়সড় শূন্যতা তৈরি করল।
তবে বদলি নির্বাচন নিয়ে খুব বেশি ভাবতে হয়নি নিউজিল্যান্ড নির্বাচকদের। বর্তমানে ভারতের মাটিতে দলের সঙ্গে থাকা কাইল জেমিসনকেই মিলনের পরিবর্ত হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এর ফলে বিশ্বকাপের আগে দলের সঙ্গে মানিয়ে নিতে আলাদা প্রস্তুতির প্রয়োজন পড়বে না জেমিসনের।
মিলনের চোট নিয়ে আক্ষেপ লুকোননি নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, “অ্যাডামের জন্য আমরা সবাই ভীষণ হতাশ। বিশ্বকাপের প্রস্তুতিতে ও নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়েছিল। SA20-তে ওকে সেরা ছন্দে দেখা গিয়েছে। এই চোটটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করি।”
একইসঙ্গে জেমিসনকে নিয়ে আশাবাদী কিউয়ি কোচ। ওয়াল্টার জানান, “এই সফরে আমাদের পেস বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ অংশ কাইল। ও খুব পরিশ্রমী এবং অভিজ্ঞ। বিশ্বকাপে দলের জন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে বলেই আমাদের বিশ্বাস।”
Wishing Adam all the best for his recovery 🖤
Full story at https://t.co/3YsfR1Y3Sm or the NZC app 📲 #T20WorldCup pic.twitter.com/AGvd4HKFRe
— BLACKCAPS (@BLACKCAPS) January 23, 2026
উল্লেখযোগ্য বিষয় হল, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন বিশ্বকাপ চলাকালীন পিতৃত্বকালীন ছুটিতে যেতে পারেন বলে আগেই জানিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই কারণেই জেমিসনকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল। মিলনের ছিটকে যাওয়ায় এবার পাকাপাকিভাবেই বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়লেন তিনি।
যদিও ভারতের বিরুদ্ধে নাগপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জোড়া উইকেট নিলেও চার ওভারে ৫৪ রান খরচ করেছিলেন জেমিসন। তবু অভিজ্ঞতা ও উচ্চতা-নির্ভর বাউন্সে বিশ্বকাপে তিনি কিউয়িদের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন বলেই মনে করছে নিউজিল্যান্ড শিবির।
