টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup) ঘিরে বাংলাদেশ ক্রিকেটে চরম অস্থিরতা। আইসিসির সিদ্ধান্তে টুর্নামেন্টের বাইরে বাংলাদেশ, বদলে সুযোগ পেল স্কটল্যান্ড। তার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড়সড় রদবদল, ইস্তফা দিলেন এক ডিরেক্টর।
বাংলাদেশ ক্রিকেটের আকাশে এখন ঘন কালো মেঘ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে যাওয়ার পর সমালোচনার ঝড় থামছেই না। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (BCB) নেমে এসেছে ‘ভূমিকম্প’। বোর্ডের উচ্চপদস্থ কর্তা ইশতিয়াক সাদেক নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন, গোটা ক্রিকেট মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
ইস্তফা দেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইশতিয়াক সাদেক। তাঁর বক্তব্য অনুযায়ী, পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় সময় দিতে পারছিলেন না। তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আরও দ্রুতগতিতে করার মতো ভূমিকা আমি রাখতে পারছি না। এই পদের সঙ্গে সুবিচার করতে না পারার জন্য ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত দুঃখিত। সেই কারণেই বাধ্য হয়েই ইস্তফা দিচ্ছি।” বিশ্বকাপ বিতর্কের মাঝেই এই পদত্যাগ, স্বাভাবিকভাবেই আরও প্রশ্ন তুলে দিয়েছে বোর্ডের অন্দরমহলে চলা অস্থিরতা নিয়ে।
কীভাবে বিশ্বকাপের বাইরে বাংলাদেশ?
২০২৬ টি-২০ বিশ্বকাপকে ঘিরে আগেই জটিলতা তৈরি হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দেয় যে তারা ভারতের মাটিতে খেলতে আসবে না। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে আইসিসি সিদ্ধান্ত নেয়, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে। এই সিদ্ধান্তের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট মহলে শুরু হয় চর্চা। একদিকে বিশ্বকাপ থেকে বাদ পড়া, অন্যদিকে বোর্ডের অন্দরে ভাঙন। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট কার্যত বড়সড় সংকটে।
ঘটনার সূত্রপাত আরও আগে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই প্রেক্ষিতেই বিসিসিআই সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ২০২৬ আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে না।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ আইসিসির কাছে আবেদন জানায়, ভারতের পরিবর্তে যেন শ্রীলঙ্কায় তাদের ম্যাচ আয়োজন করা হয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই প্রস্তাব নাকচ করে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে প্রবেশ করে স্কটল্যান্ড।
