India vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচের আগে বড় পরিবর্তন করল আইসিসি

India vs Pakistan T20 World Cup 2024

বাইশ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি হলেই ক্রিকেট প্রেমীদের উত্তেজনা বৃদ্ধি পায় কয়েক গুণ। দীর্ঘদিন ধরে দুই দলের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এখন শুধু আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপে মুখোমুখি হতে দেখা যায় দুই দেশকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। আগামী ৯ জুন নিউইয়র্কের মাঠে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। তবে এই ম্যাচের আগে বড় পরিবর্তন এনেছে আইসিসি।

Advertisements

T20 World Cup 2024: ‘কিপ্টেমি’তে ইতিহাস গড়লেন ৪৩ বছর বয়সী বোলার

বৃহস্পতিবার ডালাসে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তবে তার আগেই নিউইয়র্কে পাকিস্তান দলের হোটেলে পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ করার পর পাকিস্তান দলকে অন্য হোটেলে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নতুন হোটেল থেকে মাঠ মাত্র পাঁচ মিনিটের গাড়ি চড়া দূরত্বে।

Advertisements

ভারতীয় ক্রিকেট দল তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ নিউ ইয়র্কে খেলছে। তারা যে হোটেলে রয়েছে সেখান থেকে মাঠের দূরত্ব মাত্র ১০ মিনিট। বুধবার সেখানে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে ভারত। এ প্রসঙ্গে জেনে রাখা ভাল, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। এ সময় নিউইয়র্কের মাঠ থেকে হোটেলের দূরত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল শ্রীলঙ্কা। তাদের এক ঘণ্টারও বেশি পথ পাড়ি দিতে হয়েছে।

Sunil Chhetri: সুনীল ছেত্রীকে উৎসর্গ করে খিদিরপুরের বিশেষ জার্সি

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে হবে পাকিস্তানকে। এরপর ৯ জুন ভারতীয় দলের সঙ্গে দারুণ এক ম্যাচ খেলবে পাকিস্তান। ১১ জুন কানাডা ও ১৬ জুন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।