বিশ্বজয়ী ভারত কত টাকা পুরস্কার পেল জানেন?

Advertisements দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। চ্যাম্পিয়ন…

T20 World Cup 2024 India Won

Advertisements

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। চ্যাম্পিয়ন হওয়ার জন্য রোহিত শর্মারা পুরস্কারমূল্য হিসেবে কত টাকা পাচ্ছেন, তা আগেই জানিয়ে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞাপন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড সংখ্যক অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে। বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার দেওয়া হল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৩ কোটি ৫০ লক্ষ টাকা।

Team India world champions

বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ২৪ লক্ষ ৫০ হাজার ডলার পুরস্কারমূল্য হিসাবে পেল। ভারতীয় মূল্যে যার পরিমাণ ২০ কোটি ৩৬ লক্ষ টাকা। রানার্স দল দক্ষিণ আফ্রিকা পেল ১২ লক্ষ ৮০ হাজার ডলার বা প্রায় ১০ কোটি ৬৪ লক্ষ টাকা। 

শুধু বিশ্বকাপ জয়ই নয়, আরও অনেক রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান এবং ইংল্যান্ড। দু-দলই পুরস্কার মূল্য হিসেবে পেল ৭ লক্ষ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৬ কোটি ৫৪ লক্ষ টাকা করে।

শুধু চ্যাম্পিয়ন বা রানার্স বা সেমি ফাইনালিস্টরা নয়, সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়া বাকি চারটি দলও পুরস্কার পেল। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং আমেরিকা পেল ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ ডলার। ভারতীয় মূল্যে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ টাকা। 

T20 World Cup Cricket Match: রোহিতের এই ভুলের জন্য বিশ্বকাপ হাতছাড়া করতে বসেছিল ভারত

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাকি ১২টি দলকেও পুরস্কার দিল আইসিসি। পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, নিউ জিল্যান্ড, উগান্ডা, পাপুয়া নিউ গিনি, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল পুরস্কারমূল্য হিসেবে পেল ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ ডলার। অর্থাৎ, প্রায় ২ কোটি ৬ হাজার টাকা।