২০ দলের হবে T20 World Cup, ইতিমধ্যে নিশ্চিত ১৯টি দল, কবে হবে ফাইনাল? জেনে নিন সব

T20 World Cup

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর আলোচনা শুরু হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) নিয়েও আলোচনা হচ্ছে। আগামী জুনে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপ। এর তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও এটি ৩ বা ৪ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ জুন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপ আরও বিশেষ রোমাঞ্চকর হবে কারণ এতে ১০-১২টি দলের বদলে ২০টি দল অংশ নেবে।

Advertisements

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল খেলবে। তবে তাদের মধ্যে ১৯টি ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। কেউ কেউ ক্রম তালিকার ওপর ভিত্তি করে সরাসরি প্রবেশ করেছে, আবার কেউ কেউ বিভিন্ন মহাদেশে অনুষ্ঠিত বাছাইপর্বের টুর্নামেন্ট দিয়ে যোগ্যতা অর্জন করেছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ আয়োজক হিসেবে সরাসরি প্রতিযোগিতায় প্রবেশ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা যোগ্যতা অর্জন করে। ক্রম তালিকার ওপর ভিত্তিতে প্রবেশ করেছে আফগানিস্তান ও বাংলাদেশ।

   

এরপর স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড ইউরোপ বাছাই পর্ব থেকে খেলার যোগ্যতা অর্জন করে। পাপুয়া নিউ গিনি পূর্ব এশিয়া প্যাসিফিক বাছাইপর্ব থেকে যোগ্যতা অর্জন করতে পেরেছে। কানাডা যুক্তরাষ্ট্রের বাছাইপর্ব থেকে, নেপাল ও ওমান এশিয়া বাছাইপর্ব থেকে যোগ্যতা অর্জন করে। নামিবিয়া আফ্রিকা বাছাইপর্ব থেকে যোগ্যতা অর্জন করেছে। উগান্ডা, জিম্বাবুয়ে, কেনিয়া ও নাইজেরিয়া খেলতে পারে। অর্থাৎ ১৯টি দল নির্ধারিত এবং একটি দল চূড়ান্ত হওয়া এখনও বাকি রয়েছে।

Advertisements

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টে ৫ টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে অর্থাৎ সুপার ৮-এ জায়গা করে নেবে। এরপর এখান থেকে নকআউট রাউন্ড অনুষ্ঠিত হবে এবং নিজ নিজ ম্যাচে জয়ী দলগুলো যাবে সেমিফাইনালে। এরপর সেমিফাইনালে প্রথম ম্যাচ হবে চতুর্থ ও দ্বিতীয় ম্যাচ হবে তৃতীয় ম্যাচ। ৩০ জুন সেমিফাইনালের বিজয়ী দুই দল ফাইনাল ম্যাচ খেলবে।