Syed Mostaq Ali T20 tournament: কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখলো বাংলা

Syed Mostaq Ali T20 tournament

স্পোর্টস ডেস্ক: গুয়াহাটিতে বিসিসিআই পরিচালিত সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে অধিনায়ক সুদীপ চ্যাটার্জির অর্ধশতরানে ভর করে সার্ভিসেসকে (Services) উড়িয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখল বাংলা (Bengal)। 

Advertisements

টসে জিতে বাংলা(Bengal) ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে সার্ভিসেস (Services) ৯০ রান তোলে,৮ উইকেটে। দেবেন্দ্র লোচাড ৫১ বলে ৩৪ রানে নট আউট থাকে। যাদব ১২ বলে অপরাজিত থাকে। সার্ভিসেসের (Services) অন্যান্য ব্যাটসম্যানরা বাংলার (Bengal) বোলিং লাইন আপের মুখে পড়ে খড়কুটোর মতো উড়ে যায়। বাংলার (Bengal) হয়ে প্রদীপ্ত প্রামাণিক ২,মুকেশ কুমার, ঋতিক চ্যাটার্জী,সাহবাজ, করন লাল, আকাশদীপ একটি করে উইকেট নিয়েছে।

Advertisements

জবাবে ব্যাট করতে নেমে বাংলা (Bengal) অধিনায়ক সুদীপ চ্যাটার্জীর দাপুটে ২৮ বলে ৫০ রানের দুরন্ত হাফ সেঞ্চুরি, সঙ্গে অভিমন্যু ঈশ্বরণের ৩২ নট আউট এবং সাহবাজ আহমেদের অপরাজিত ৮ রানে ভর করে সার্ভিসেসকে (Services) ১০.৫ ওভারে সুদীপ চ্যাটার্জীর উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌছে যায়। সার্ভিসেসের (Services) বিরুদ্ধে বাংলার (Bengal) অধিনায়ক সুদীপ চ্যাটার্জীর হাফ সেঞ্চুরি এবং সুদীপের ধারাবাহিক পারফরম্যান্স ভারতের(India) ঘরোয়া ক্রিকেটে আলাদা ছাপ রেখেছে। বাংলার পরের খেলা মঙ্গলবার, কর্ণাটকের (Karnataka) বিরুদ্ধে গুয়াহাটিতে।