মোহনবাগান বাতিল বিদেশি কামাল করছেন এবারের ISL-এ

অনেক নামকরা বিদেশি ফুটবলারদের ভিড়ে নজর কাড়ছেন সবুজ মেরুন বাতিল এক ডিফেন্ডার। সম্প্রতি প্রকাশিত এক স্ট্যাট রিপোর্টে উঠে এসেছে এই বিদেশি ফুটবলারের পারফরম্যান্সের একটা দিক।…

slavko damjanović

অনেক নামকরা বিদেশি ফুটবলারদের ভিড়ে নজর কাড়ছেন সবুজ মেরুন বাতিল এক ডিফেন্ডার। সম্প্রতি প্রকাশিত এক স্ট্যাট রিপোর্টে উঠে এসেছে এই বিদেশি ফুটবলারের পারফরম্যান্সের একটা দিক। এটিকে মোহন বাগানের হয়ে ইন্ডিয়ান সুপার লীগ জিতেছিলেন তিনি।

Advertisements

এটিকে মোহন বাগান থেকে Slavko Damjanović-কে নিজেদের দলে নিয়েছিল বেঙ্গালুরু এফসি। তিনিই এখন সুনীল ছেত্রীদের রক্ষণের স্তম্ভ হয়ে উঠেছেন। নেট দুনিয়ায় ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণের একটি স্ট্যাট রিপোর্ট ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইন্টারসেপসনের ব্যাপারে টুর্নামেন্টের অন্য সব বিদেশি ফুটবলারকে টেক্কা দিয়েছেন Slavko Damjanović।

Advertisements

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সবথেকে বেশি ইন্টারসেপসন করার ব্যাপারে বিদেশি ফুটবলারদের মধ্যে সবার থেকে এগিয়ে রয়েছেন স্লাভকো। মোট ১২ বার ইন্টারসেপসন করেছেন মন্টেনেগ্রোর এই ডিফেন্ডার।

এটিকে মোহন বাগানের হয়ে ২০২২-২৩ মরসুমে ইন্ডিয়ান সুপার লীগ জিতেছিলেন তিনি। ক্লাবের নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরির অভাব পূরণ করেছিলেন অনেকটা। বাগানের হয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে করেছিলেন গোল। এখন বেঙ্গালুরু এফসির রক্ষণ ভাগের অন্যতম স্তম্ভ।