India vs West Indies: বৃষ্টিতে আগুন ধরিয়ে দিলেন সূর্যকুমার যাদব

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে (India vs West Indies) ম্যাচে সূর্যকুমার যাদবের আলোচনা ক্রমাগত বেড়েই চলেছে।

Suryakumar Yadav

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে (India vs West Indies) ম্যাচে সূর্যকুমার যাদবের আলোচনা ক্রমাগত বেড়েই চলেছে। ওডিআই সিরিজ হোক বা টি-টোয়েন্টি, পার্থক্য হল ওডিআইতে সূর্যের ব্যাট থেকে কেবল রানের স্ফুলিঙ্গ দেখা গেছে যেখানে টি-টোয়েন্টিতে তাকে পুরোপুরি আগুন ছড়াতে দেখা গেছে। তৃতীয় টি-টোয়েন্টি বিস্ফোরক হাফ সেঞ্চুরি করার পর, টি-টোয়েন্টি রাজা সূর্যকুমারও একই স্টাইলে হাজির হন নির্ধারক ম্যাচে। সিরিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন আকাশ।

ইন্ডিজের বিপক্ষে ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনিং থেকেই ভালো শুরুর আশা করছিল টিম ইন্ডিয়া। তবে দুই ব্যাটসম্যান শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান। এরপর সব দায় বর্তায় সিনিয়র খেলোয়াড় সূর্যকুমার যাদবের ওপর। বৃষ্টির মাঝেও রানের আগুন জ্বালিয়ে রেখে দলের ঝামেলার কারিগর প্রমাণ করলেন আকাশ। ৪৪ বলে ৩ ছক্কা ও ৪ চারের সাহায্যে ৬১ রান করেন তিনি।

ডু অর ডাই ম্যাচে তিনিই ছিলেন ম্যাচের নায়ক
টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার জন্য। প্রথম দুই ম্যাচে টানা পরাজয়ের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। যার তৃতীয় ম্যাচে ভারতের হয়ে পাঁচ ম্যাচ সিরিজে ডু অর ডাই-এর মতোই ছিল। এই ম্যাচে উইন্ডিজের বোলারদের কড়া ক্লাস নেন আকাশ। মাত্র ৪৪ বলে ১০টি চার ও 4টি আকাশচুম্বী ছক্কার সাহায্যে ৮৩ রান করেন তিনি। এ জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কারও পান।

ভারত থেকে শেষ ম্যাচে আকাশ ও তিলক ভার্মার ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং দেখা গিয়েছিল। এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক, তরুণ ব্যাটসম্যান তিলক ভার্মা ১৮ বলে ৩ চার এবং ২ ছক্কা মেরে ২৭ রানের একটি দ্রুত ইনিংস খেলেন। দুই ব্যাটসম্যানের এই ইনিংসের কারণে দলটি স্বাগতিকদের কাছে ১৬৬ রানের টার্গেট দেয়।