লাল বলের ক্রিকেটে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের জন্য মুম্বই ক্রিকেট সংস্থা (এমসিএ) ১৬ জনের দল ঘোষণা করেছে, তাতে নাম ছিল না ‘স্কাই’য়ের। ১৫ অক্টোবর শ্রীনগরের শের ই কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে নামবে মুম্বই। ইতিমধ্যে এশিয়া কাপ জয়ী অধিনায়কের অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে সূর্যকে দল থেকে বাদ দেওয়া হয়নি বলেই দাবি এমসিএ সচিব অভয় হরপের। তিনি বলেন, ‘না, সূর্যকে (Suryakumar Yadav) বাদ দেওয়া হয়নি। ওকে এই ম্যাচে পাওয়া যাবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। আমাদের স্টাফ ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু সূর্য নির্দিষ্ট করে কিছু বলেনি।’
সূর্য (Suryakumar Yadav) গত সপ্তাহে পুনের গাহুঞ্জেতে মহারাষ্ট্রের বিরুদ্ধে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচেও খেলেননি। তখন থেকেই আন্দাজ করা যাচ্ছিল, রঞ্জির প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে তাঁকে।
গত সিজনে খুব একটা নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি সূর্য (Suryakumar Yadav)। তিন ম্যাচে করেন মাত্র ১০৯ রান, গড় ২১.৮০। হরিয়ানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেললেও সেমিফাইনালে বিদর্ভের বিরুদ্ধে দুই ইনিংসে করেন ০ এবং ২৩। সেই ম্যাচেই হেরে ছিটকে যায় মুম্বই।
৩৫ বছর বয়সী সূর্য এখন কার্যত শুধুই টি-টোয়েন্টি স্পেশালিস্ট। টেস্ট বা ওয়ানডে দলে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত। ভারতীয় দলে তিনি এখন নিয়মিত মুখ শুধুমাত্র কুড়ি-বিশের ফরম্যাটে। বিসিসিআই সূত্রের খবর, আগামী টি-২০ বিশ্বকাপেও তিনিই হতে পারেন ভারতের অধিনায়ক। সম্ভবত তাই লাল বলের ক্রিকেট থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিচ্ছেন সূর্য।
প্রসঙ্গত, ১৫ বছরের প্রথম শ্রেণির কেরিয়ারে ৮৬টি ম্যাচে সূর্য (Suryakumar Yadav) করেছেন ৫৭৫৮ রান। রয়েছে ১৪টি শতরান ও ৩০টি অর্ধশতরান। সর্বোচ্চ ইনিংস ২০০ রান, ওডিশার বিরুদ্ধে। ভারতের হয়ে খেলেছেন একটি টেস্ট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে।
অন্যদিকে, রঞ্জির দলে বড় চমক আয়ুশ মাত্রে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে সদ্য অস্ট্রেলিয়া সফর শেষ করে শ্রীলঙ্কার উদ্দেশে উড়ে যাবেন মুম্বই দলের সঙ্গে।
দলকে নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর। দীর্ঘ চোট কাটিয়ে রঞ্জির প্রথম ম্যাচে দলে ফিরেছেন সরফরাজ খান। বুচি বাবু ট্রফিতে চোটের পর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব সেরে প্রস্তুত তিনি। রয়েছেন শিবম দুবেও। নেতৃত্ব না থাকলেও, ব্যাটার হিসেবে দলের সঙ্গে শ্রীনগর যাবেন অজিঙ্ক রাহানে। প্রশ্ন উঠছে, সূর্যের অনুপস্থিতি কেবল সাময়িক, নাকি এটা তাঁর লাল বলের কেরিয়ারের পরিসমাপ্তি?