Mohun Bagan: সবুজ-মেরুনের নতুন দায়িত্বে অ্যালবার্টো লিনান, নিয়ে এলেন হাবাস

শেষ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর হাত ধরেই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে খুশি হয়েছিল সকলে।…

Former ISL Champion Alberto Linan

শেষ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর হাত ধরেই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে খুশি হয়েছিল সকলে। একইভাবে সেই দুরন্ত ছন্দ বজায় রেখেই আইএসএলের নতুন মরশুম শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান।

প্রথমদিকে সবকিছু ঠিকঠাক থাকলেও এএফসি কাপের মতো টুর্নামেন্টে ছিটকে যাওয়ার পর থেকেই নিজেদের ছন্দ হারাতে শুরু করে সবুজ-মেরুন। আইএসএলে একের পর এক ম্যাচের পরাজিত হতে হয় তাদেরকে। যা নিয়ে ক্ষোভে ফুঁসতে থাকে আপামর মোহন জনতা। এমন পরিস্থিতিতে দল থেকে ছাঁটাই করে ফেলা হয় ফেরেন্দোকে।

তার বদলে দলের দায়িত্ব দেওয়া হয় অ্যান্তোনিও লোপেজ হাবাসকে। পূর্বে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনা হয়েছিল এই স্প্যানিশ হাইপ্রোফাইলকে। তার হাত ধরে আগেও একাধিকবার সাফল্য পেয়েছে এটিকে মোহনবাগান। সবদিক বিচার বিবেচনা করে তার হাতেই তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। এক্ষেত্রে নতুন মরশুমে দলের নতুন কোচ না আসা পর্যন্ত মোহনবাগানের যাবতীয় দায়িত্ব পালন করবেন হাবাস। সেইমতো আইএসএলের দ্বিতীয় লেগে দলের দায়িত্ব পালন করছেন তিনি। স্প্যানিশ কোচের কথা মতোই দলের খেলোয়াড় বদল করার পাশাপাশি নতুন করে সাজানো হচ্ছে সমস্ত কিছু।

একাধিক তরুণ প্রতিভার ওপর নজর ছিল হাবাসের। শুধু তাই নয়, দলের খেলোয়াড়দের ফিটনেস এর কথা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা নেওয়া হয় স্প্যানিশ কোচের তরফ থেকে। উল্লেখ্য, এই ফুটবল মরশুমে চোটের কারণে ছিটকে যেতে হয়েছিল আনোয়ার আলী থেকে শুরু করে হ্যামিল, লিস্টন ও আশিক কুরুনিয়ানের মত ফুটবলারদের। তাই সবদিক বিচার বিবেচনা করেই দলের সঙ্গে যুক্ত করা হয় নয়া ফিটনেস ট্রেনারকে। তিনি অ্যালবার্টো লিনান। পূর্বে হায়দ্রাবাদ দলের দায়িত্ব সামলেছেন তিনি। এখন তার সাহায্যেই খেলোয়াড়দের ফিট রাখতে চাইছে মোহনবাগান।