IPL Auction: স্মিথ, সল্ট, হেজেলউড… অবিক্রিত খেলোয়াড়দের নিয়েই তৈরি হয়ে যাবে সেরা একাদশ

আইপিএল নিলামে (IPL Auction) মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও ড্যারিল মিচেলের মতো খেলোয়াড়দের অর্থর বন্যা বয়ে গেছে। কিন্তু স্টিভ স্মিথ সহ অনেক বড় বড় আন্তর্জাতিক…

IPL Auction as Star Players Remain Unsold

আইপিএল নিলামে (IPL Auction) মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও ড্যারিল মিচেলের মতো খেলোয়াড়দের অর্থর বন্যা বয়ে গেছে। কিন্তু স্টিভ স্মিথ সহ অনেক বড় বড় আন্তর্জাতিক খেলোয়াড়কে দলগুলো বিড দেয়নি, এই খেলোয়াড়রা অবিক্রীত থেকে গেছেন। এই তালিকায় অনেক বড় বড় আন্তর্জাতিক নাম রয়েছে।

ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফিল সল্ট, আদিল রশিদ ও টাইমাল মিলস অবিক্রিত রয়েছেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশ ইংলিশ, স্টিভ স্মিথ ও জশ হ্যাজেলউডকে কোনো দল নেয়নি। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও দুশমন্ত চামিরা এই নিলামে দল পাননি। নিউজিল্যান্ডের ইশ সোধি, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে ও ম্যাট হেনরিও অবিক্রিত রইলেন। দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি ও রাসি ভ্যান ডার ডুসেন, ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, কিমো পল ও ওডেন স্মিথকে হতাশ হতে হয়েছে। এভাবে নিলামে অনেক বড় বড় আন্তর্জাতিক খেলোয়াড় দল পাননি।

   

আন্তর্জাতিক ক্রিকেটের এই বড় বড় খেলোয়াড়দের জন্য বিড করা হয়নি-
• ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফিল সল্ট, আদিল রশিদ ও টাইমাল মিলস।
• অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশ ইংলিশ, স্টিভ স্মিথ ও জশ হ্যাজেলউড।
• শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও দুশমন্ত চামিরা
• দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও রাসি ভ্যান ডার ডুসেন।
• নিউজিল্যান্ড এর ইশ সোধি, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি।
• ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, কিমো পল ও ওডেন স্মিথ।

এই নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। মিচেল স্টার্ককে কেকেআর কিনেছে ২৪.৭৫ কোটি টাকায়। একই সঙ্গে ২০.৫০ কোটি টাকায় প্যাট কামিন্সকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এ ছাড়া চেন্নাই সুপার কিংস প্রায় ১৪ কোটি টাকায় ড্যারিল মিচেলকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে।