বুধবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএলের নবম ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যেখানে তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেই ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে জেরার্ড জারাগোজার ফুটবল ক্লাব। গত কয়েক সপ্তাহ ধরে সেদিকেই বাড়তি নজর দিয়েছেন এই স্প্যানিশ কোচ। চলতি মরসুমের শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স করে আসছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।
যারফলে প্রথম থেকেই তাঁরা রয়েছে টেবিলের উপরের দিকে। কিন্তু গত দুইটি ম্যাচ ধরে একেবারেই ছন্দে নেই বেঙ্গালুরু এফসি। মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হওয়ার পর আটকে যেতে হয়েছে গত ম্যাচে। যেখানে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের কাছে পিছিয়ে থেকে কোনও রকমে ড্র করেছে জর্জ পেরেইরা দিয়াজরা। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়াই কিছুটা হলেও হতাশ সকলে। তবে জাতীয় বিরতির পর বুধবারের ম্যাচের মধ্যে দিয়েই ছন্দে ফিরতে মরিয়া বেঙ্গালুরু।
ঘরের মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাব অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠলেও তাঁদের আটকাতে বধ্য পরিকর বেঙ্গালুরু ব্রিগেড। আসন্ন ম্যাচের আগে সেই নিয়েই মুখ খুললেন বেঙ্গালুরু এফসির অন্যতম ভরসাযোগ্য মিডফিল্ডার সুরেশ সিং। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “একজন খেলোয়াড় হিসাবে, আমরা যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাই তখন আমরা খুব গর্ব বোধ করি। এবং একই সাথে, আমরা আমাদের ক্লাবের মুহুর্ত গুলি খুব মিস করি। কিন্তু দুর্ভাগ্যবশত, মালয়েশিয়ার বিপক্ষে আমরা জিততে পারিনি, যেখানে আমাদের তাদের হারানো উচিত ছিল। কিন্তু এটাই ফুটবল।”
সুরেশ আরও বলেন, ” তবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। মোহনবাগানের সাথে সামনের দিকে তাকিয়ে দলের সবাইকে খুব ইতিবাচক দেখাচ্ছে। আমরা শুধু আমাদের স্টাইলে ফিরে আসতে চাই। আমাদের শৈলীতে। অর্থাৎ ক্লিনশিটের পাশাপাশি ম্যাচ জয় করে পুরো পয়েন্ট সংগ্রহ করা। সেজন্য, আমরা শুধু নিজেদের লক্ষ্যেই এগিয়ে যেতে চাই। এবং প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে চাই।”