বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারের একটি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে স্থানাতর করা হয়েছিল। বুধবার শেষ হল তাঁর জীবন সংগ্রাম। দৌড় থেমে গেল উইংগারের। বয়স হয়েছিল ৭০ বছর।
কলকাতা ময়দান কোনো দিন ভুলবে না ডার্বিতে ইস্টবেঙ্গলের ৫-০ গোলে জয়ের ইতিহাস। ময়দান কোনো দিন ভুলবে না উইং ধরে সুরজিৎ সেনগুপ্তের দৌড়। সে’দিনের ম্যাচ শুরুর পাঁচ মিনিটে মোহনবাগানের তেকাঠিতে বল পাঠিয়েছিলেন সুরজিৎ। ইস্টবেঙ্গলের আক্রমণভাগ নাস্তানাবুদ করে ছেড়েছিল সবুজ-মেরুন ডিফেন্স লাইন আপকে।
৪-২-৪ ফর্মেশনে দল নামিয়েছিল ইস্টবেঙ্গল। আক্রমণভাগে সুরজিৎ সেনগুপ্ত, সুভাষ ভৌমিক, রঞ্জিত মুখার্জী এবং শ্যাম থাপা। ১৯৭৫ সালে ৩০ সেপ্টেম্বর শিল্ড ফাইনালে এক অনন্য নজির নিয়ে মাঠে নেমেছিল লাল-হলুদ বাহিনী। ১৯৬৯ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ডার্বি ম্যাচে অপরাজেয়।
ম্যাচে সুরজিৎ এর দৌড় বারবার বোকা বানিয়েছিল প্রতিপক্ষকে। শ্যাম থাপার সঙ্গে বোঝাপড়া, পাসের পর পাস দেখে তাজ্জব বনেছিলেন গ্যালারিতে উপস্থিত ফুটবল প্রেমীরা। তৃতীয় গোলে সময় সুভাষ ভৌমিকের অ্যাসিস্টেটের পিছনে অবদান রেখেছিলেন সুরজিৎ সেনগুপ্ত।