শেষ মুহূর্তে সুপার সিক্সের দৌড়ে নাটক! ভবানীপুরের ভাগ্য নির্ধারণ এই দিন

কলকাতা লিগের (CFL 2025) সুপার সিক্সে (Super Six) ওঠার লড়াইয়ে নাটকীয় মোড়। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসের (United Sports) বিরুদ্ধে গোলশূন্য ড্র করে অনিশ্চয়তার…

CFL 2025 Bhawanipore Club goal less draw against United Sports

কলকাতা লিগের (CFL 2025) সুপার সিক্সে (Super Six) ওঠার লড়াইয়ে নাটকীয় মোড়। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসের (United Sports) বিরুদ্ধে গোলশূন্য ড্র করে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল ভবানীপুর (Bhawanipore Club)। সুপার সিক্সে পৌঁছনোর জন্য এই ম্যাচে জয়ের প্রয়োজন ছিল বিদ্যাসাগর সিংদের, কিন্তু গোলের মুখ খুলতে না পারায় কার্যত হোঁচট খেল তারা।

শুরু থেকে আক্রমণাত্মক মনোভাবেই মাঠে নামে ভবানীপুর। প্রথমার্ধে একাধিকবার ইউনাইটেড স্পোর্টসের রক্ষণভাগে চাপে ফেলে দেয় সুকুরাম সরদার ও বিদ্যাসাগর সিংয়েরা। বিশেষ করে সুকুরামের ডানপ্রান্ত থেকে উঠে আসা আক্রমণ বারবার বিপদ তৈরি করে। ৩২ মিনিটে ফ্রিকিক পেয়েও তা কাজে লাগাতে পারেননি সৌগত হাঁসদা।

   

সন্দেশ ছাড়াই ‘মরণ-বাঁচন’ লড়াইয়ে ব্লু টাইগার্সরা, ইরান ম্যাচে কোথায় ভুল? স্বীকার করলেন জামিল

উল্টোদিকে, ৩৬ মিনিটে ইউনাইটেডের একটি আক্রমণ ভবানীপুরের ডিফেন্ডার গোললাইন থেকে বাঁচিয়ে দেন। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই। দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে ভবানীপুর। ৫৬ মিনিটে সৌগতের নেওয়া একটি ফ্রিকিক দুর্দান্ত দক্ষতায় বাঁচিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক রৌনক ঘোষ। পরের মিনিটেই সুকুরামের শট চলে যায় সাইড নেটে।

তবুও বহু প্রচেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত গোল অধরাই থেকে যায় ভবানীপুরের জন্য। রক্ষণ শক্ত করে রেখে পাল্টা আক্রমণেও উঠে আসছিল ইউনাইটেড, তবে তারাও সফল হয়নি।

Advertisements

এই ড্রয়ের ফলে ইউনাইটেড স্পোর্টস ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে গ্ৰুপ ‘বি’র শীর্ষে থেকে সুপার সিক্সে জায়গা নিশ্চিত করেছে। ইতিমধ্যেই ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠে গিয়েছে ইউনাইটেড কলকাতা। অন্যদিকে, ১২ ম্যাচে ২২ পয়েন্টে তৃতীয় স্থানে ভবানীপুর।

অভিষেক-শুভমন জুটি এবং বরুণের স্পিনে ভরসা! নেই দুই তারকা, রইল সম্ভাব্য একাদশ

ডায়মন্ড হারবার এফসি ১১ ম্যাচে ২২ পয়েন্টে রয়েছে চতুর্থ স্থানে। তাদের আগামী ম্যাচ ৫ সেপ্টেম্বর, সাদার্ন সমিতির বিরুদ্ধে। সেই ম্যাচে ড্র বা জয় পেলেই সুপার সিক্সে চলে যাবে তারা। তবে যদি তারা হেরে যায়, সেক্ষেত্রে গোলপার্থক্যের নিরিখে ভবানীপুর ক্লাব পাবে সুপার সিক্সে ওঠার সুযোগ। অর্থাৎ, নিজেদের হাত থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ভবানীপুরকে এখন তাকিয়ে থাকতে হবে ডায়মন্ড হারবারের পরের ম্যাচের দিকে। ভাগ্য নির্ধারিত হবে ৫ সেপ্টেম্বর।

Super Six race of CFL 2025 Bhawanipore Club goal less draw against United Sports

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News