IPL 2022 : বৃষ্টিতে ভেস্তে গেলে প্লে অফ ? বিসিসিআই’র মাথায় বিকল্প ভাবনা

বরুণ দেবের দৃষ্টির জেরে , এবং নির্ধারিত সময়ের মধ্যে ম‍্যাচ শেষ করতে না পারলে এবারের আইপিএলে (IPL 2022) চ‍্যাম্পিয়ান নির্ধারিত হতে পারে “সুপার ওভারে “র…

IPL 2022 : বৃষ্টিতে ভেস্তে গেলে প্লে অফ ? বিসিসিআই'র মাথায় বিকল্প ভাবনা

বরুণ দেবের দৃষ্টির জেরে , এবং নির্ধারিত সময়ের মধ্যে ম‍্যাচ শেষ করতে না পারলে এবারের আইপিএলে (IPL 2022) চ‍্যাম্পিয়ান নির্ধারিত হতে পারে “সুপার ওভারে “র মধ্যে দিয়ে।

যদি ফাইনালে একটিও ওভার না খেলা হয় ? তাহলে লিগ পর্বের অবস্থান আইপিএল চ‍্যাম্পিয়ান নির্নয় করার মুল মাধ‍্যম হবে। এমনটাই জানা যাচ্ছে সূত্রের মারফত। এক’ই নিয়ম প্রয়োগ করা হবে কোয়ালিফায়ার – ১, এলিমিনেটর এবং কোয়ালিফায়ার – ২ এর ক্ষেত্রে’ও। কারণ কোনও ‘রিজার্ভ ডে’ নেই।

Advertisements

অবশ্য,২৯ শে মে (রোববার) আহমেদাবাদে আইপিএলের ফাইনাল কোনও কারণে বৃষ্টির জেরে ভেস্তে গেলে,৩০ শে একটি অতিরিক্ত দিন রাখা হচ্ছে ফাইনালের জন্য। এবারের আইপিএলের দুই প্লে অফের ম‍্যাচ রাখা হয়েছে কলকাতায়, নিম্নমানচাপগ্রস্ত মহানগরী’তে আগামী কয়েক দিন ধরে বৃষ্টির আভাস রয়েছে, এমনকি হতে পারে কালবৈশাখী’, তাই এইসকল কথা মাথায় রেখে এসকল বিকল্প চিন্তা ভাবনা সেরে রেখেছে বিসিসিআই।