গোলের মালা! নর্থইস্টের কাছে লজ্জার হার মহামেডানের

হাফ ডজন গোল হজম করেই এবারের ফুটবল মরসুম শেষ করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সূচি অনুসারে বৃহস্পতিবার বিকেলে কলিঙ্গ সুপার কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ…

Mohammedan SC vs Northeast United

হাফ ডজন গোল হজম করেই এবারের ফুটবল মরসুম শেষ করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সূচি অনুসারে বৃহস্পতিবার বিকেলে কলিঙ্গ সুপার কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগের শক্তিশালী ফুটবল ক্লাব নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ৬-০ গোলের ব্যবধানে এই ম্যাচে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল নর্থইস্ট। এদিন দলের হয়ে হ্যাট্রিক করেন আলাদিন আজারেই। এছাড়াও গোল পান যথাক্রমে জিথিন এমএস, নেস্টর আলবিয়াচ এবং গুইলারমো ফার্নান্দেজ।

এই জয়ের সুবাদে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পাহাড়ের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। বলাবাহুল্য, এদিন ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। তাঁদের আটকাতে গিয়ে কার্যত কালঘাম ছোটার মত পরিস্থিতি দেখা দিয়েছিল সাদা-কালো ফুটবলারদের। কিন্তু গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি নর্থইস্টের। ম্যাচের প্রথম কোয়ার্টারের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন ভারতীয় তারকা জিথিন এমএস। প্রথম গোল তুলে নেওয়ার পর থেকেই আত্মবিশ্বাসের চরমে পৌঁছে যায় পাহাড়ের এই দল। তারপর দ্বিতীয় কোয়ার্টারের মধ্যেই দলের হয়ে দ্বিতীয় গোল করে যান আলাদিন আজারেই। তারপর ঘন ঘন আক্রমণ শানিয়ে গোল তুলে নেওয়ার পরিকল্পনা থাকলেও ফিনিশ করা সম্ভব হচ্ছিল না ফুটবলারদের পক্ষে।

   

কিন্তু সুযোগ বুঝেই ৪২ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করে যান নেস্টর। প্রথমার্ধের শেষে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে এবারের ডুরান্ড কাপ জয়ীরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করতে বদ্ধপরিকর ছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি চতুর্থ কোয়ার্টারের মাঝামাঝি সময় নিজের দ্বিতীয় গোল করে যান আলাদিন। নর্থইস্টের এমন আক্রমণাত্মক ফুটবলের সামনে কার্যত খড়কুটোর মত উড়ে যেতে শুরু করে প্রতিপক্ষের রক্ষণভাগ। তারপর ৬৬ মিনিটের মাথায় দলের হয়ে পঞ্চম গোল করে যান গুইলারমো।

Advertisements

তবে সেখানেই শেষ নয় নির্ধারিত ৯০ মিনিটের পর পাঁচটি গোলের ব্যবধানে এগিয়ে থাকার পরে ও আক্রমণ করতে ছাড়েনি, আইএসএলের এই ফুটবল ক্লাব। শেষে অতিরিক্ত সময় পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন আইএসএলের গোল্ডেন বুট জয়ী তারকা।