বদলাতে পারে সুপার কাপের ফরম্যাট, জানুন

গত বছর শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে সুপার কাপ (Super Cup) চ্যাম্পিয়ন হয়েছিল দিয়াগো মরিসিওদের ওডিশা এফসি। সেই সুবাদে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব…

format of the football Super Cup may change india

গত বছর শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে সুপার কাপ (Super Cup) চ্যাম্পিয়ন হয়েছিল দিয়াগো মরিসিওদের ওডিশা এফসি। সেই সুবাদে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। এই সিজনে সেই ট্রেন্ড ধরে রাখার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি।

কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ফাইনাল ম্যাচে পরাজিত হতে হয়েছে তাদের। এবারের এই কলিঙ্গ সুপার কাপ জয় করার ফলে নতুন সিজেনে এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুর কোয়ালিফাইং রাউন্ডে খেলবে মশাল ব্রিগেড।

   

সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে‌। তবে আগামী মরশুমে ও নিজেদের সাফল্য ধরে রাখতে চায় ইস্টবেঙ্গল। সেইমতো নিজেদের শক্তিশালী দল তৈরি করার লক্ষ্য রয়েছে ইমামি ম্যানেজমেন্টের। এক্ষেত্রে নিজেদের দলের একাধিক ফুটবলারদের সাথে চুক্তি বাড়ানোর পাশাপাশি আইএসএলের একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। এক্ষেত্রে গ্ৰীক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোসের দিকে নজর রয়েছে তাদের। আদৌ তিনি কলকাতার এই প্রধানে আসবেন কিনা তা চূড়ান্ত হয়নি এখনো পর্যন্ত।

এসবের মাঝেই এবার উঠে আসল নয়া তথ্য। শোনা যাচ্ছে, আগামী ফুটবল মরশুম থেকে বাড়তে চলেছে সুপার কাপের ম্যাচের সংখ্যা। এক্ষেত্রে সেমিফাইনাল রাউন্ডে ও হতে পারে দুইটি ম্যাচ। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনও কিছু।‌ সর্বভারতীয় এই ফুটবল টুর্নামেন্টের জন্য ওডিশা সরকারের সঙ্গে তিন বছরের বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং আইএসএল সংস্থার। এক্ষেত্রে আগামী ২০২৪-২৫ মরশুম থেকে এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল গুলির ক্ষেত্রে হোম এবং অ্যাওয়ে ম্যাচ আয়োজনের সুপারিশ করা হয়েছে।