Sunday, December 7, 2025
HomeSports NewsBrian Lara: এবার প্রধান কোচের ভূমিকায় ব্রায়ান লারা

Brian Lara: এবার প্রধান কোচের ভূমিকায় ব্রায়ান লারা

- Advertisement -

আগামী বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের কোচের পদ সামলাবেন ব্রায়ান লারা (Brian Lara)। টম মুডিকে সরিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে । সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ব্রায়ান লারা নিজেদের মধ্যে কথা বলে এই সিদ্ধান্ত এসেছে ।পারস্পরিক সম্মতির পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।মুডির কোচিংয়ে আশানুরূপ ফলাফল দিতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ,এবছর আইপিএলে।

২০১৩ সাল থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের কোচের পদে ছিলেন টম মুডি । তাঁর কোচিংয়ে পাঁচ বার আইপিএলে প্লে অফ গেছে অরেঞ্জ ব্রিগেড, ২০১৬ সালে আইপিএল’ও জিতেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ ।

   

এর আগে ২০২০’র আইপিএলের প্রাক্কালে টম মুডি’কে সরিয়ে কলকাতা নাইট রাইডার্স’কে আইপিএল জেতানো কোচ ট্রেভর বেলিস’কে কোচের পদে আনা হয়েছিল, কিন্তু তার কোচিংয়ে খুব বিশেষ একটা সাফলতা না পেলে পরের বছর ফের মুডিকে দায়িত্বে আনা হয় ।

অরেঞ্জ ব্রিগেডের কোচ হিসেবে দ্বিতীয় দফায় মুডির অভিজ্ঞতা ভালো নয় । ১৪ ম‍্যাচ খেলে ছয়টিতে জিতেছিলো, হেরেছিলো ৮ টিতে ‌। লিগে আট নম্বর স্থানে ছিলো ক্লাব ।এরপর মুডি’কে ILT20 লিগে ‘ডেজার্ট ভাইপার’ দলের কোচ হিসেবে দেখা যাবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular