দুরন্ত অভিষেকে সূর্যোদয়, ভাঁড়ার শূন্যই সিএসকের

চেন্নাই সুপার কিংসকে হেলায় হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকেকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে…

দুরন্ত অভিষেকে সূর্যোদয়, ভাঁড়ার শূন্যই সিএসকের

চেন্নাই সুপার কিংসকে হেলায় হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকেকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারাল সানরা। প্রথম দুই ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল তারা। তবে অধিনায়ক হিসাবে রবীন্দ্র জাদেজার শুরুটা খুবই খারাপ হল। কারণ, প্রথম চার ম্যাচেই হারের কবলে পড়ল তাঁর দল।

এদিন টসে জিতে সিএসকে-কে প্রথমে ব্যাট করতে পাঠান কেন উইলিয়ামসন। পাওয়ার প্লেতে যথারীতি বাজিমাত করেন ওয়াশিংটন সুন্দর। চার নম্বরে ওভারে তাঁর হাতে বল তুলে দেন সান অধিনায়ক। প্রথম বলেই রবিন উথাপ্পাকে ফিরিয়ে অধিনায়কের আস্থার মর্যাদা দেন তিনি। রুতুরাজ গায়কোয়াডের অফফর্ম অব্যাহত। মইন আলি একা কুম্ভের মতো লড়াই না করলে, চেন্নাইয়ের অবস্থা আরও খারাপ হত। মিডল অর্ডারে রায়াড়ু এবং অধিনায়ক জাদেজা কিছুটা লড়াই চালান। শেষ পর্যন্ত ৭ উইকেট খুইয়ে ১৫৪ রান তোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সানদের হয়ে সুন্দর ও নটরাজন দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর এবং জানসেন।

Advertisements

জবাবে দুই ওপেনার উইলিয়ামসন এবং অভিষেক শর্মা জয়ের ভিত গড়ে দেন। ৪০ বলে ৩২ রান করেন কিউই নেতা। টি-টোয়েন্টি ফরম্যাটে পরিসংখ্যানটা বেশ বেমানান হলেও, একটা দিক ধরে ছিলেন তিনি। যার ফলে তরুণ অভিষেক খোলা মেজাজে নিজের খেলাটা খেলেছেন। ৫০ বলে ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচের নায়ক তিনিই। তিন নম্বরে নেমে রাহুল ত্রিপাঠীও দারুণ খেলেন। পুরানকে সঙ্গে নিয়ে মাত্র ১৪ বলে ৩৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই প্রাক্তন নাইট। ১৪ বল বাকি থাকতে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম জয় তুলে নেয় সানরা।