আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হতে এখনও তিন দিন বাকি। নতুন মরসুমের জন্য সব দলই প্রস্তুতি নিচ্ছে। খেলোয়াড়রা যোগ দিতে শুরু করেছেন নিজ নিজ ক্যাম্পে। একই সঙ্গে জল্পনা বাড়তে শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) কেন্দ্র করে। যে খেলোয়াড়কে অনেক প্রত্যাশা নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ দলে নিয়েছে সেই খেলোয়াড় আইপিএল ২০২৪-এর কয়েকটি ম্যাচ এখন না-ও খেলতে পারেন বলে এখন মনে করা হচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদের জন্য তাঁর অনুপস্থিতি হতে পারে বড় সমস্যা।
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ অভিযান শুরু করবে ২৩ মার্চ থেকে। সানরাইজার্সের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এর আগে কিছুটা সমস্যায় পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
Wanindu Hasaranga is coming out of retirement to play in the Bangladesh Test series.
Set to join SRH in IPL 2024, there’s concern he might miss initial matches if he joins IPL after the test series, potentially upsetting SRH plans. #BANvsSL #WaninduHasaranga pic.twitter.com/NbSLaGdZH8
— Raisul Rifat (@raisul_rifat88) March 18, 2024
বর্তমানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চলছে দ্বিপাক্ষিক সিরিজ। ওডিআই সিরিজে জিতেছে আয়োজক বাংলাদেশ। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। এই টেস্ট সিরিজের জন্য অবসর ভেঙে শ্রীলঙ্কার স্কোয়াডে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২২ মার্চ থেকে এবং সিরিজের শেষ মার্চ হবে ৩০ মার্চ। এই সময়কালে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ারল লিগ।
আইপিএল ২০২৩-এ ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অংশ ছিলেন। আইপিএল ২০২৪-এর আগে হাসারাঙ্গাকে রিলিজ করে দিয়েছিল আরসিবি। এর পরে সানরাইজার্স হায়দরাবাদ নিলাম থেকে হাসারাঙ্গাকে ১.৫ কোটি টাকার বিনিময়ে দলে নেয়।