আইপএল ২০২৪ (IPL 2024) এ অনবদ্য ব্যাটিং করেও এবার জয় পেল না পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত মাত্র ২ রানে জয় ছিনিয়ে নিল প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। উল্লেখ্য, এই ম্যাচের শুরুতেই টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব দল। তারপর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে হায়দরাবাদ।
জবাবে সম্পূর্ণ ওভার ব্যাট করে ৬টি উইকেট হারিয়ে ১৮০ রান তোলে প্রভসিমরনরা। এই ম্যাচ জয়ের ফলে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের পঞ্চমে থাকল হায়দরাবাদ দল। অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকল শিখর ধাওয়ানরা।
ম্যাচের শুরুটা খুব একটা আরামদায়ক ছিলনা অভিষেকদের পক্ষে। বিশেষ করে অর্শদীপ সিংয়ের দাপুটে বোলিংয়ের সামনে একেবারে কুপোকাত হওয়ার মতো পরিস্থিতি ছিল হায়দরাবাদের। দশ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ৭০ রানের গন্ডিও টপকানো সম্ভব হয়নি তাদের পক্ষে। একের পর এক দাপুটে ব্যাটারকে অনায়াসেই প্যাভিলিয়ানে পাঠান এই ভারতীয় বোলার।
কিন্তু পরবর্তীতে নিতিশ কুমার রেড্ডির ব্যাট থেকে ঘুরে দাঁড়াতে থাকে দল। একাই তোলেন প্রায় ৬৪ রান। তারপর আব্দুল সামাদের পাশাপাশি ক্লাসেনের মতো দাপুটে তারকার কাঁধে ভর করে কিছুটা ভদ্রস্থ রানে আসে দল। শেষ পর্যন্ত ১৮৩ রানের একটি বড় টার্গেট তৈরি করে আইপিএল জয়ীরা।
পরবর্তীতে ব্যাট করতে নেমে যথেষ্ট চাপে পড়ে যায় পাঞ্জাব। পঞ্চাশের গন্ডি পেরোনোর আগেই প্রায় ৪টি উইকেট হারিয়ে ফেলে ধাওয়ান ব্রিগেড। তা সামাল দিতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় প্রীতি জিন্টার দলকে। তবে পরবর্তীতে ব্রিটিশ ক্রিকেটার স্যাম কুরানের ব্যাটে ধীরে ধীরে লড়াইয়ে ফিরে আসে পাঞ্জাব ব্রিগেড। তারপর ম্যাচের শেষের দিকে শক্ত হাতে হাল ধরেন ভারতীয় তারকা শশাঙ্ক সিং। ব্যাট হাতে করেন ৪৬ রান। পরবর্তীতে আশুতোষ শর্মার সাথে একটি আকর্ষণীয় পার্টনারশিপ তৈরি হলেও শেষ পর্যন্ত আসেনি জয়।