BCCI: আর কতদিন এই সমস্যা লুকিয়ে রাখবে ভারত, প্রশ্ন সুনীল গাভাসকরের

টানা এগারোটি টি২০ ম্যাচে জয় পেয়েছে ভারত। দখলে ব্যাক টু ব্যাক তিনটি সিরিজ। তবুও ত্রুটি লক্ষ্য করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি প্রশ্ন তুলেছেন, ‘আর কতদিন…

টানা এগারোটি টি২০ ম্যাচে জয় পেয়েছে ভারত। দখলে ব্যাক টু ব্যাক তিনটি সিরিজ। তবুও ত্রুটি লক্ষ্য করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি প্রশ্ন তুলেছেন, ‘আর কতদিন এই সমস্যা লুকিয়ে রাখবে ভারত? (BCCI)’

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। প্রথম ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল দ্বীপ রাষ্ট্রের দলটি। ১৫ ওভারে চার উইকেটের বিনিময়ে তুলেছিল মাত্র ১০৫ রান। 

   

লঙ্কান ব্যাটিংয়ের এই পরিণতি দেখে অনেকেই ভেবেছিলেন অল্প রানের মধ্যে ইনিংস বেঁধে ফেলতে পারবেন ভারতীয় বোলাররা। কিন্তু তা হয়নি। ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। নির্ধারিত কুড়ি ওভারে তোলে ১৮৩ রান। ডেথ ওভারে ৭৮ রান দিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। হর্ষল প্যাটেল দুই ওভারে দিয়েছিলেন সর্বাধিক ৪২ রান। যদিও ম্যাচটি জিততে সক্ষম হয়েছিল ভারত।

দল বিজয় মুকুট পেলেও নিখাদ খুশি নেই সুনীল গাভাসকরের মনে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ডেথ ওভার বোলিং নিয়ে ভারতের ভাবার সময় এসেছে। বহু ম্যাচে এভাবে রান বিলিয়েছেন বোলাররা। আস্তিনের তলায় এই সমস্যাকে লুকিয়ে রাখা ঠিক না।