বেশ কিছু খেলোয়াড়ের অবসর নেওয়ার পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার

গতকাল, ১০ নভেম্বর অয়াডিলেডের মাঠে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে এক তরফা হারের পর দিয়েই দলের খেলোয়াড় এবং ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট…

Sunil Gavaskar

গতকাল, ১০ নভেম্বর অয়াডিলেডের মাঠে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে এক তরফা হারের পর দিয়েই দলের খেলোয়াড় এবং ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এবার মুখ খুললেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

গাভাস্কার মনে করছেন বর্তমান ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের অবসর নেওয়া উচিত। এর সাথে তিনি যোগ করেছেন আগামী দিনের ভারতীয় দলের অধিনায়কত্ব কার কড়া উচিত।

সুনীল গাভাস্কার বলেছেন, ” ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার অধিনায়কত্ব করেই হার্দিক পান্ডেয়া বিজয়ী হয়েছে। ভারতীয় দলের উচিত পরবর্তী অধিনায়ক হার্দিক পান্ডেয়ার হওয়া উচিত। হার্দিক অবশ্যই ভবিষ্যতে দলের দায়িত্ব নেবেন এবং বলা যায়না, কিছু খেলোয়াড় অবসরো নিতে পারেন।”

এছাড়াও গাভাস্কার বলেছেন, “ভারতীয় দলে এখন বেশকিছু ৩০ বছর উর্দ্ধ বয়সী খেলোয়াড় রয়েছেন, তাঁরা টি-২০ দলের জন্য নিজেদের অবস্থান নিয়ে ভাববেন।”

প্রসঙ্গত পরবর্তী টি-২০ বিশ্বকাপ ২০২৩ সালে। তখন বেশ কিছু খেলোয়াড়ের বয়স ৪০ বছরের কাছাকাছি হবে। ফলে ভারতীয় সমর্থকেরাও সুনীল গাভাস্কারের এই মন্তব্যকে সমর্থন করছেন।