HomeSports Newsফাইনালে হবে বিস্ফোরণ! এই ক্রিকেটারে হাত ধরে আসবে ট্রফি? ভবিষ্যদ্বাণী গাভাসকরের

ফাইনালে হবে বিস্ফোরণ! এই ক্রিকেটারে হাত ধরে আসবে ট্রফি? ভবিষ্যদ্বাণী গাভাসকরের

- Advertisement -

২৮ সেপ্টেম্বর, রবিবার এশিয়া কাপ ২০২৫ ফাইনাল (Asia Cup Final)। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী লড়াইয়ে। টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ভারতের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। এবার তাকে নিয়েই বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতীয় ক্রিকেটের (India Cricketer) কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

জাতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, “অভিষেক শর্মা দারুণ ফর্মে রয়েছে (India Cricket News)। বাংলাদেশের বিরুদ্ধে রান আউটের কারণে সেঞ্চুরি হাতছাড়া হয়েছে ঠিকই, তবে ফাইনালে সে তা পুষিয়ে দেবে বলেই আমি বিশ্বাস করি। ওর মধ্যে বড় ইনিংস খেলার ক্ষমতা রয়েছে। এমনকি সেঞ্চুরিও করতে পারে ফাইনালে।” (Bengali Sports News)

   

প্রসঙ্গত, চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন অভিষেক। ছয় ম্যাচে তাঁর সংগ্রহ ৩০৯ রান। এর মধ্যে রয়েছে তিনটি অর্ধশতরান। স্ট্রাইক রেট ২০৪.৬৩ এবং গড় ৫১.৫০ পরিসংখ্যানই বলে দিচ্ছে, তিনি এখন ভারতের ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ।

২১ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধেই দুর্দান্ত ৭৪ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক। সেই ম্যাচেই হ্যারিস রউফের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন তিনি। মাঠে আগ্রাসী ভঙ্গিতেই খেলেছেন অভিষেক, যা বর্তমান প্রজন্মের ভারতীয় ক্রিকেটারদের প্রতিচ্ছবি।

শুধু গাভাসকর নন, প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও। তিনি বলেন, “ভারতের ব্যাটিং এখন অনেকটাই অভিষেক শর্মার উপর নির্ভর করছে। তাই শুরুতেই ওর উইকেট তুলে নিতে হবে পাকিস্তানকে। তা না হলে ভারতকে চাপে ফেলাটা কঠিন।”

অন্যদিকে ভারতের বোলিং কোচ এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার মর্নি মরকেলও মুখিয়ে রয়েছেন ফাইনালের এক বিশেষ দ্বৈরথের জন্য। শাহিন আফ্রিদি বনাম অভিষেক শর্মা। মরকেলের মতে, “শাহিন দারুণ আগ্রাসী বোলার, কিন্তু অভিষেকও পেছনে সরে আসার ছেলে নয়। ওর ব্যাট থেকে বেরোনো শটগুলো গ্যালারিতে ছুটে যায়। শাহিনের বিরুদ্ধে অভিষেকের খেলা একাধিক ইনিংস দেখেছি, ওর ব্যাটিং দেখলে কেউই চেয়ারে বসে থাকতে পারবে না।”

ভারতীয় শিবিরে বর্তমানে ভরপুর আত্মবিশ্বাস। পাকিস্তানকে ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টে দু’বার হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। ব্যাটিং, বোলিং প্রতিটি বিভাগেই ভারত এগিয়ে। উল্টো চিত্র পাকিস্তান শিবিরে। পরপর হারের চাপে রয়েছে তারা। দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট বোর্ডও।

তবে ভারতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আত্মতুষ্টিতে না ভোগা। বড় ম্যাচে জেতার জন্য মাঠে গিয়ে সেরা পারফরম্যান্স দিতে হবে। অভিষেক শর্মার ব্যাটে যদি রান আসে। তবে ফাইনালেও পাকিস্তানকে দুরমুশ করে ভারতের হাতে উঠবে ট্রফি, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বিশ্ব ক্রিকেটে এখন অন্যতম হট টপিক অভিষেক শর্মা। ক্রিজে নামলেই চার-ছয় আর বিনোদনের আশ্বাস। এশিয়া কাপের ফাইনালে সেই অভিষেকই ভারতের ট্রাম্প কার্ড হতে পারেন, এমনটাই বলছেন ক্রিকেটমহল। এখন দেখার, গাভাসকরের ভবিষ্যদ্বাণী শেষপর্যন্ত বাস্তবে রূপ নেয় কিনা।

Sunil Gavaskar predicts India Cricketer Abhishek Sharma hit century in Asia Cup Final against Pakistan

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular