Sunil Gavaskar Anger: পূজারাকেই কেন বলির পাঁঠা করা হবে? ক্ষুব্ধ গাভাস্কার

Cheteshwar Pujara Gavaskar

টেস্ট বিশ্বকাপে আশানুরূপ ব্যাটিং করতে না পারায় দল থেকে বাদ পরেন চেতশ্বর পূজারা। সেই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) বলেন যে, পুজারার সাথে অন্যায় হচ্ছে।

স্পোর্টস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, “কেন তাঁকে বাদ দেওয়া হল? কেন তাকে আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা বানানো হলো ওঁকে? তিনি নিঃশব্দে ভারতীয় ক্রিকেটে নিজের কর্তব্য করে গেছেন। কিন্তু তাঁকে দল থেকে বাদ দিলে আওয়াজ তোলার মতন লক্ষ লক্ষ অনুগামী না থাকায় তাঁকে বাদ দেওয়া হল! এ আমার বোঝার বাইরের বিষয়। ওইদিন তাঁকে ছাড়াও অন্য যারা ব্যর্থ হয়েছিল, তাঁদের রাখার কারণ কী তাহলে? আমি জানি না, কারণ আজকাল নির্বাচন কমিটির চেয়ারম্যানের সঙ্গে মিডিয়ার কোনো যোগাযোগ নেই।”

   

তিনি আরো বলেন, “কাউন্টি ক্রিকেট খেলেন পুজারা। সুতরাং, তিনি প্রচুর লাল বলের ক্রিকেট খেলেছেন এবং তিনি জানেন এটি কী। এখন চাইলে কেউ ৩৯-৪০ বছর বয়স পর্যন্তও খেলতে পারে। এবং যতক্ষণ আপনি রান করতে পারছেন, আমি মনে করি না বয়স কোনো সমস্যার কারণ হবে। তাছাড়া, (অজিঙ্কা) রাহানে ছাড়া ওইদিন ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থ ছিল। কেন পূজারাকেই একমাত্র তাক করা হল, তা নির্বাচকদের ব্যাখ্যা করতে হবে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন