এশিয়া কাপের দলে থাকবেন তারকা পেসার? কড়া বার্তা বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের

এশিয়া কাপের (Asia Cup 2025) দল ঘোষণা মঙ্গলবার। তার আগেই জাতীয় দলের (Indian Cricket Team ) তারকা পেসার যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে জোর বিতর্ক…

Sunil Gavaskar criticize to Indian Cricket Team bowler Jasprit Bumrah ahead of squad announcement for Asia Cup 2025

এশিয়া কাপের (Asia Cup 2025) দল ঘোষণা মঙ্গলবার। তার আগেই জাতীয় দলের (Indian Cricket Team ) তারকা পেসার যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। বিশেষ করে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ও সঞ্জয় মঞ্জরেকরের মন্তব্যে যেন আগুনে ঘি পড়েছে। প্রশ্ন উঠছে—এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে থাকবেন কি না বুমরাহ?

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাত্র তিনটি টেস্ট খেলেন বুমরাহ। বিশ্রাম দেওয়া হয় দ্বিতীয় ও পঞ্চম টেস্টে। তবে শেষ টেস্টে বুমরাকে না খেলানো নিয়েই তীব্র সমালোচনা করেন গাভাসকর। তাঁর মতে, ওভালের ঘাসে ভরা উইকেটে বুমরাহর খেলাই উচিত ছিল। সাফ জানিয়ে দেন, “কেউ অপরিহার্য নয়।”

   

গাভাসকর বলেন, “বুমরাহ নিজেই জানিয়ে দেয় পাঁচের মধ্যে তিনটে টেস্ট খেলবে। অথচ পঞ্চম টেস্ট ছিল সিরিজ নির্ধারক। সে ম্যাচে ওর খেলা উচিত ছিল। কারণ পরবর্তী টেস্ট অক্টোবরে। বিশ্রাম নেওয়ার জন্য হাতে দু’মাস সময় ছিল। প্রশ্ন হল, ও খেলতে চায়নি, না ওকে খেলানো হয়নি? সেটা স্পষ্ট নয়। তবে ভারত ম্যাচ জেতার পর এটা পরিষ্কার হয়ে গিয়েছে, কেউই অপরিহার্য নয়। খেলা চলতে থাকবে।”

এখানেই শেষ নয়। বুমরাহর ভবিষ্যৎ ব্যবহারে বড় পরামর্শ দেন গাভাসকর। তাঁর মতে, সাদা বলের ক্রিকেট থেকে ছাঁটাই করে, তাকে শুধুমাত্র লাল বলের জন্য তৈরি করা উচিত। কারণ, সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জনের লড়াই। গাভাসকর বলেন, “নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে। সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ বেশি গুরুত্বপূর্ণ, না টেস্ট চ্যাম্পিয়নশিপ? অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বুমরাহকে চারটে টেস্ট খেলতে হবে, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তখনই বোঝা যাবে তার গুরুত্ব।”

প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “নির্বাচক কমিটি সম্প্রতি কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে, যার সুফল মিলেছে। সেগুলোর জন্য বাহবা দিতে হয়। তবে প্রথম একাদশ বাছার দায়িত্ব টিম ম্যানেজমেন্টের। এখন তাদেরই ভাবতে হবে, বুমরাহর ভূমিকা ঠিক কতটা।”

গাভাসকরের মতের সুরেই সুর মেলান সঞ্জয় মঞ্জরেকর। তিনিও বুমরাহর পারফরম্যান্স এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে তিনি মনে করিয়ে দেন, যে দু’টি টেস্টে বুমরাহ খেলেছেন, সেই দু’টিতেই হেরেছে ভারত। মঞ্জরেকর বলেন, “খেলা আয়না দেখায়। আমরা যতই আলোচনা করি, বাস্তবটাই মুখের ওপর ধাক্কা মারে। যে দুটো টেস্টে ভারত জিতেছে, সেই দুটোতে ছিল না বুমরাহ, রোহিত, বিরাট, পূজারা বা সামি। নির্বাচকদের এই বার্তাটা বোঝা উচিত।”

Advertisements

তিনি আরও বলেন, “বড় নামের প্রতি মোহ রাখলে হবে না। এখন সময় এসেছে বাস্তব পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়ার। এই সিরিজ আমাদের চোখ খুলে দিয়েছে, কেউ অপরিহার্য নয়।”

এই বিতর্কের মাঝে বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে, বুমরাকে নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ফিটনেস রিপোর্ট, প্রস্তুতি এবং ভবিষ্যতের সিরিজ বিবেচনা করে এশিয়া কাপের দলে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। বিশেষজ্ঞ মহলের মতে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেই বোঝা যাবে বুমরাহর ফর্ম এবং মানসিক প্রস্তুতির স্তর। এরপরে অক্টোবর-নভেম্বরে রয়েছে গুরুত্বপূর্ণ সিরিজ, যা নির্ধারণ করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রাস্তাটা কেমন হবে।

সব মিলিয়ে, মঙ্গলবার ঘোষিত এশিয়া কাপের দলে যশপ্রীত বুমরাহর নাম থাকছে কি না, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। আর তার আগে গাভাসকর ও মঞ্জরেকরের মন্তব্যে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বুমরাহ নিজেই।

Sunil Gavaskar criticize to Indian Cricket Team bowler Jasprit Bumrah ahead of squad announcement for Asia Cup 2025