Sunil Gavaskar: চুনীর ক্যাচ ধরেছিলেন গাভাস্কার! সবুজ-মেরুনে তাঁবুতে স্মৃতিচারণ সানির

পূর্ব ঘোষিত সূচি অনুসারে আজ নববর্ষের দিনেই সবুজ-মেরুন তাঁবুতে (ATK Mohun Bagan) পা রাখেন ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।

Sunil Gavaskar holding a cricket ball at ATK Mohun Bagan stadium

পূর্ব ঘোষিত সূচি অনুসারে আজ নববর্ষের দিনেই সবুজ-মেরুন তাঁবুতে (ATK Mohun Bagan) পা রাখেন ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। বিগত কয়েকদিন ধরে ক্লাবের তরফ থেকে তার আসার কথা ঘোষণা করা হলেও তা বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই।

তবে আজ সকালে এই তারকা কে চাক্ষুষ করতেই উন্মাদনা চরমে ওঠে সমর্থকদের। তবে তিনি একানন, এই শুভ দিনে মোহনবাগান তাঁবুতে আসেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ তারকা ফুটবলার জেভিয়াস পায়াস, বলাই দে সহ চুনী গোস্বামীর সহধর্মিনী বাসন্তী গোস্বামী। সূচি অনুসারে এদিন সকালেই সুনীল গাভাস্কারের হাত ধরেই উদ্বোধন হয় এটিকে মোহনবাগানের মূল ফটক তথা “চুনী গোস্বামী গেট”।

তারপরই গাভাস্কার চলে যান সবুজ-মেরুনের স্পোর্টস লাইব্রেরিতে। সেখানে বিভিন্ন খেলোয়াড় সহ বিখ্যাত ব্যক্তিদের বইগুলি হাতে নিয়ে দেখার পাশাপাশি নিজের লেখা বেশকিছু বইতে তিনি স্বাক্ষর করেন। এরপর তাকে গোটা ক্লাব ঘুরিয়ে দেখানো হয় ক্লাব কর্তাদের তরফ থেকে। সেখান থেকে ক্লাবের লনে অনুষ্ঠান মঞ্চ থেকে তাকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি বাঙালির রীতি মেনে সুনীল গাভাস্কারের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির হাঁড়ি।

সেইপর্ব সমাপ্ত হওয়ার পরেই একটি ক্রিকেট ব্যাটে সই করেন এই কিংবদন্তি তারকা। এছাড়াও মোহনবাগান যেহেতু ফুটবলের জন্যই ভারত বিখ্যাত তাই একটা ফুটবলে ও সই করানো হয় ক্লাব কর্তাদের তরফ থেকে। এরপর মাইক্রোফোন হাতে নিয়ে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অতীতের বেশকিছু কথা সকলের সামনে তুলে ধরেন গাভাস্কার। সেখানে রঞ্জি ম্যাচ খেলতে গিয়ে চুনী গোস্বামীর ক্যাচ ধরার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়াও দলের সতীর্থদের সঙ্গে এই প্রয়াত খেলোয়াড়ের কেমন মধুর সম্পর্ক ছিল সেটাও উল্লেখ করতে ভোলেননি এই প্রাক্তন ক্রিকেটার।